স্বদেশ ডেস্ক:
ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৫৯ কিলোমিটার দূরে টাঙ্গাইল সদরে।
রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে এ কম্পন অনুভূত হয়। এর ফলে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজকি সেন্টার জানিয়েছে, এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র পাঁচ কিলোমিটার গভীরে।
আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প শাখার সহকারী মো: ইমরান হোসেন জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ২।
এর আগে শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের খাছাড় এলাকা। এরও আগে ১৪ ও ২৯ আগস্ট সিলেটে ভূকম্পন অনুভূত হয়।