স্বদেশ ডেস্ক:
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান শনিবার (১৬ সেপ্টেম্বর) বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারে তুরস্ক। এর অর্থ ২৭টি রাষ্ট্রের জোটে যোগদানের চেষ্টার ইতি ঘটানোর চিন্তা করছে দেশটি।
নিউইয়র্কে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে রওনা হওয়ার আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘তুরস্কের সাথে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করছে ইইউ।’
তিনি আরো বলেন, ‘আমরা পরিস্থিতি মূল্যায়ন করব এবং প্রয়োজনে আমরা ইইউয়ের সাথে সম্পর্ক ছিন্ন করব।’
ইউরোপীয় পার্লামেন্টে গৃহীত সাম্প্রতিক প্রতিবেদন সম্পর্কে একটি প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। সেখানে তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে অন্তর্ভুক্তি প্রক্রিয়া পুনরায় শুরু হতে পারে না এবং ইইউ-তুরস্ক সম্পর্কের জন্য ‘সমান্তরাল ও বাস্তবসম্মত কাঠামো’ অনুসন্ধানের জন্য ইইউকে আহ্বান জানানো হয়েছে।’
তুরস্ক ১৯৯৯ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের জন্য আবেদন করে এবং ২০০৫ সালে অন্তর্ভুক্তির আলোচনা শুরু হয়।
ইউরোপীয় পার্লামেন্ট অনুসারে, ২০১৮ সালে খানিকটা ‘গণতান্ত্রিক বিচ্যুতির’ কারণে অন্তর্ভুক্তির আলোচনা স্থগিত করা হয়।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার এক সপ্তাহেরও বেশি সময় পর শনিবার এরদোগান এ কথা বললেন।
সূত্র : ইউএনবি