সোমবার, ০৬ মে ২০২৪, ০১:৫১ অপরাহ্ন

লন্ডনে ৪ কোম্পানির মালিকানার খবরে যা বললেন নাজমুল

লন্ডনে ৪ কোম্পানির মালিকানার খবরে যা বললেন নাজমুল

স্বদেশ ডেস্ক:

বাংলাদেশের এক সময়ের পরিচিত ছাত্রলীগ নেতা সিদ্দিকী নাজমুল আলম। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক এই সাধারণ সম্পাদক বর্তমানে লন্ডনে বসবাসরত। গতকাল শনিবার রাতে তাকে নিয়ে বাংলাদেশের একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নাজমুল। তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ ক্ষোভ প্রকাশ করেন।

‘লন্ডনে সাবেক ছাত্রলীগ নেতা নাজমুলের চার কোম্পানি!’ শিরোনামে ওই প্রতিবেদন প্রকাশিত হয়। এতে দাবি করা হয়, সিদ্দিকী নাজমুল আলম যুক্তরাজ্যের লন্ডনে কয়েকটি কোম্পানি খুলে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন।

এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রাতেই ফেসবুকে একটি পোস্ট করেন নাজমুল। নিচে তার পোস্টটি তুলে ধরা হলো :

তামাশা?

লন্ডনে একটা কোম্পানি খুলতে খরচ হয় ১২ পাউন্ড চারটি কোম্পানি খুলতে খরচ হয়েছে ৪৮ পাউন্ড বাংলাটাকায় প্রায় চার হাজার ৯০০ টাকা, যা সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স খোলার চাইতেও কম আরঅপরিশোধিত মূলধন হিসেবে চাইলে আপনি যা ইচ্ছা দেখাতে পারবেন তারপরও আমার কোনো কোম্পানির অপরিশোধিত মূলধনের পরিমাণ পাঁচ থেকে সাত হাজার পাউন্ডের বেশি নয় অথচ কী কাল্পনিক নিউজ? আর কোম্পানি যুক্তরাজ্যে চাইলে যে কেউ খুলতে পারে জাস্ট ২০ মিনিট সময় লাগে অনলাইনে

আমার কোম্পানিগুলোর নাম তো সবাই পেলেন এখন Companyhouse.gov.uk এখানে গিয়ে দেখলেই বুঝবেন, সংবাদের সত্যতা কতটুকু আরেকটা কথা, যুক্তরাজ্যে চাইলেই কেউ কোটি কোটি পাউন্ড ইনভেস্ট করতে পারে না আর যে কোম্পানির কথা বলছেন, ১০ কোটি টাকার, সেটা এখন ওই সাংবাদিকের কাছে বিক্রি করতে চাই বিনামূল্যে যদি কোনো মায়ের বুকের দুধ খেয়ে থাকেন চ্যালেঞ্জ গ্রহণ করুন আমি বললাম তো, ওই কোম্পানিতে এক টাকাও বিনয়োগ করা হয়নি, শুধু নাম দিয়ে কোম্পানি খুলে রেখেছি

মামলা করলে এ দেশে কী পরিনতি হয় তা তো জানেন পণ্ডিত সাহেব? দিলাম না আপনার পেটে লাথি কারণহয়তোবা অ্যাস্যাইলাম মেরে থাকতেছেন, এই দেশে হাজার মাইল দূরে রেখে আসা পরিবারের মুখে হাসি ফোটাতে আমি চাইলেই পণ্ডিত মহাশয়কে আইনের মাধ্যমে শায়েস্তা করতে পারি আবারও মাফ করে দিলাম, কারণ অভ্যাস হয়ে গেছে

লায়ার!

লল!

চেক প্লিজ দিস লিংক অ্যাবাউট মাই কোম্পানি

https://www.gov.uk/government/organisations/companies-house

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877