সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন

সায়ন্তিকাকে নিয়ে যা বললেন জায়েদ খান

সায়ন্তিকাকে নিয়ে যা বললেন জায়েদ খান

স্বদেশ ডেস্ক:

ঢালিউড অভিনেতা জায়েদ খানের বিপরীতে ‘ছায়াবাজ’ নামের একটি সিনেমাতে অভিনয় শুরু করেছিলেন টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তবে সিনেমাটির প্রযোজক ও নৃত্য পরিচালকের ওপর ক্ষুব্ধ হয়ে কলকতায় ফিরে গেছেন তিনি। এদিকে ছবির নায়ক জায়েদ খানের দাবি, যারা তার ভালো চান না তারা জানলে সায়ন্তিকাকে দেশেই আসতে দিতেন না।

জায়েদ খান বলেন, ‘প্রযোজকের সঙ্গে সায়ন্তিকার কিছু বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি থাকতে পারে। তবে আমি মনে করি, সে খুবই প্রফেশনাল একজন অভিনেত্রী। যেভাবে ভালো হয় সেভাবেই বিষয়গুলো সমাধান করে সিনেমার বাকি থাকা অংশের কাজও শেষ করবেন।’

যদি এ সমস্যার সমাধান না হয়, তাহলে সিনেমাটির কি হবে- এ প্রশ্নের জবাবে এ চিত্রনায়ক বলেন, ‘১৫ বছরের চলচ্চিত্র ক্যারিয়ার আমার। এমন অনেক ছবিই হয়েছে, যেগুলোর শুটিংয়ের কাজ শেষ হলেও পর্দায় আর মুক্তি পায়নি। আবার অনেক ছবির শুটিংই মাঝপথে আটকে গেছে। প্রথমদিকে এসব নিয়ে ভাবলেও এখন আর ভাবি না।’

সায়ন্তিকা কলকাতায় ফিরে যাওয়ায় নিজেকে নিয়ে চলা সমালোচনাকে ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করে জায়েদ খান বলেন, ‘একদল লোক সবসময়ই জায়েদ খানের খোঁজ রেখে বেড়ায়। জায়েদ কোথায় যাচ্ছে, কখন কি করছে- এসবই জানার চেষ্টা করে। তারা কখনোই চায় না আমি ভালো কিছু করি। সেই শিল্পী সমিতির নির্বাচনের পর থেকেই আমার সঙ্গে এসব ঘটছে।’

তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত, যদি তারা জানতে পারত- সায়ন্তিকা বাংলাদেশে এসে আমার বিপরীতে সিনেমায় কাজ করবে, তাহলে কোনোভাবেই তাকে বাংলাদেশে আসতে দিত না। যেমনটা শ্রাবন্তীর ক্ষেত্রেও ঘটেছিল।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877