স্বদেশ ডেস্ক:
সম্প্রতি পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের ক্ষমতা দখল করেছে সামরিক জান্তা। এমন অবস্থায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, নাইজারে থাকা তাদের রাষ্ট্রদূত সিলভাইন ইত্তেকে দূতাবাসে ‘বন্দি’ করে রাখা হয়েছে।
শুক্রবার সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ম্যাক্রোঁ বলেন, ‘ফরাসি দূতাবাসে আমাদের এক রাষ্ট্রদূত এবং কূটনৈতিক সদস্যদের আক্ষরিক অর্থে বন্দির করা হয়েছে।’
তিনি বলেন, ‘তাদের খাবার সরবরাহ করায় বাধা দেয়া হচ্ছে। তারা সামরিক রেশন খাচ্ছে।’
ফ্রান্স রাষ্ট্রদূতকে দেশে আনার বিষয়টি বিবেচনা করবে কি-না জানতে চাইলে ম্যাক্রোঁ বলেন, ‘দেশটির ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি বাজুমের সাথে আমরা আমরা যা কিছু করতে রাজি। তিনি বৈধ কর্তৃপক্ষ এবং আমি প্রতিদিন তার সাথে কথা বলি।’
এর আগে নাইজারের সামরিক নেতারা ফরাসি রাষ্ট্রদূত সিলভাইন ইত্তেকে বলেছিলেন, ২৬ জুলাই রাষ্ট্রপতি মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করার পরে তাকে দেশ ছেড়ে চলে যেতে হবে।
সূত্র : রয়টার্স, আল জাজিরা