সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন

মিস ইউনিভার্স পাকিস্তানের মুকুট পরলেন এরিকা রবিন

মিস ইউনিভার্স পাকিস্তানের মুকুট পরলেন এরিকা রবিন

স্বদেশ ডেস্ক:

পাকিস্তানি মডেল এরিকা রবিন (২৪) প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স পাকিস্তান’ প্রতিযোগিতার বিজয়ী হয়েছেন। মালদ্বীপের রা অ্যাটলের ব্রেনিয়া রিসোর্টে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

এরিকা রবিন পাকিস্তানের করাচির বাসিন্দা এবং তিনি পাকিস্তানে ফ্যাশন মডেল হিসাবে কাজ করছেন।

শুক্রবার পাকিস্তানের সংবাদ মাধ্যম দি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘মিস ইউনিভার্স পাকিস্তান’ নির্বাচনের জন্য প্রথমে ২০০ জন আবেদনকারীর মধ্য থেকে পাঁচজন প্রতিযোগীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছিল। চার ফাইনালিস্ট এরিকা রবিনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তারা হলেন- ২৪ বছর বয়সী হিরা ইনাম, ২৮ বছর বয়সী জেসিকা উইলসন, ১৯ বছর বয়সী মালেকা আলভি ও ২৬ বছর বয়সী সাবরিনা ওয়াসিম।

এই পাঁচজন ফাইনালিস্ট ‘দ্য পাওয়ার ইন মোডেস্টি’ শিরোনামের একটি ফটোশুটও করেছিলেন।

বিজয়ী মুকুট পরার পর রবিন বলেন, ‘আমি প্রথমবারের মতো মিস ইউনিভার্স পাকিস্তান হতে পেরে সম্মানিত ও গর্বীত। আমি পাকিস্তানের সৌন্দর্যকে তুলে ধরতে চাই।
সূত্র : দি নিউজ

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877