স্বদেশ ডেস্ক:
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে তোরখাম সীমান্ত ক্রসিং পথচারী এবং যানবাহনের জন্য শুক্রবার ভোরে আবার খুলে দেয়া হয়েছে।
একজন সিনিয়র কর্মকর্তা এএফপি’কে বলেন, দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে বন্দুকযুদ্ধের কারণে সীমান্ত এক সপ্তাহেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় সীমান্ত খুলে দেয়া হয়।
পাকিস্তানের খাইবার জেলার সহকারী কমিশনার ইরশাদ খান মোহাম্মদ বলেন, ‘ট্রাকের ছাড়পত্র প্রক্রিয়াধীন রয়েছে এবং আফগান নাগরিকরা ছাড়পত্র এবং অভিবাসন প্রক্রিয়া পাস করার পরে আফগানিস্তানে প্রবেশ করছে।’
সূত্র : বাসস