বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন

ঢাবির ২ শিক্ষক চাকরিচ্যুত

ঢাবির ২ শিক্ষক চাকরিচ্যুত

স্বদেশ ডেস্ক:

শিক্ষা ছুটির পরও বিশ্ববিদ্যালয়ে যোগ না দেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ।

চাকরিচ্যুত হওয়া শিক্ষকদ্বয় হলেন- তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক নাফিজ জামান এবং ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো: আহসানুল আকবর।

ভিসি অধ্যাপক মো: আক্তারুজ্জামানের সভাপতিত্বে রোববার সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিন্ডিকেট সদস্য সহযোগী অধ্যাপক হুমায়ুন কবির জানান, শিক্ষা ছুটির পরও কাজে যোগ না দেয়ায় তাদের চাকরিচ্যুত করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877