শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
লিবিয়ায় ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র মন্ত্রণালয়

লিবিয়ায় ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র মন্ত্রণালয়

স্বদেশ ডেস্ক:

ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যার তাণ্ডবে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলের জনগণের কাছে মানবিক সহায়তা হিসেবে দ্রুততার সাথে ত্রাণসামগ্রী পাঠানোর জন্য পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকারের এই উদ্যোগের কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিশ্ববাসীর কাছে লিবিয়ার রাষ্ট্রপতির মানবিক সহযোগিতার আহ্বানের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

দেশটিতে ঝড়ের আঘাতে এবং সৃষ্ট বন্যায় পাঁচ হাজারেরও বেশি মানুষ মারা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া আরো হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ত্রাণসামগ্রী নিয়ে বাংলাদেশের সি-১৩০ এয়ারক্রাফট শিগগিরই ঢাকা থেকে যাত্রা করবে বলে আশা করা যাচ্ছে।

ত্রাণসামগ্রীর মধ্যে বিভিন্ন ধরণের ওষুধ, শুকনো খাবার ও অন্য প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হবে। বন্ধুপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত লিবিয়ার পূর্বাঞ্চলের দুর্গত জনগণের জন্য এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

লিবিয়ার তাবরুক এয়ারপোর্টে লিবিয়া সরকারের স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো ত্রাণসমূহ গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ একটি মানবিক রাষ্ট্র হিসেবে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রতিনিয়ত ত্রাণ সহায়তা প্রদান করে আসছে।

সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877