স্বদেশ ডেস্ক:
আজ সেই ভয়াল ৯/১১। ২০০১ সালের এদিনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, পেন্টাগনে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়। তাতে প্রায় ৩০০০ মানুষের প্রাণহানি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় আফগান যুদ্ধ। আজ এ দিনটিতে বিভিন্ন সমাধি, ফায়ারহাউস, সিটি হল এবং বিভিন্ন স্থানে সেই ভয়াবহতার ২২তম বার্ষিকী পালন করছেন মার্কিনিরা। নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিমান হামলা চালিয়ে তা মোমের মতো গলিয়ে দেয় সন্ত্রাসীরা। এর ভিতর যে মানুষ ছিলেন, তারা নির্মমতার শিকার হন। একই সঙ্গে হামলা চালানো হয় পেন্টাগনে, শাঙ্কসভিলে থেকে আলাস্কায়। অ্যাঙ্কোরেজে সামরিক ঘাঁটিতে এ উপলক্ষে শ্রদ্ধা জানানোর কথা প্রেসিডেন্ট জো বাইডেনের। ভারতে জি-২০ সম্মেলন এবং সেখান থেকে ভিয়েতনাম সফর থেকে ফেরার পথে ওয়াশিংটনে অবতরণ করবেন তিনি।
সেখানে স্মরণ করবেন ওই হামলায় নিহতদের।ভার্জিনিয়ার গুচল্যান্ড কাউন্টির অগ্নিনির্বাপক বিভাগের প্রধান এডি ফার্গুসন বলেছেন, ওই দিনটিতেও আমরা ছিলাম এক দেশ, এক জাতি, এক মানুষ। এখনও আমরা তাই থাকতে চাই। এটাই আমাদের অনুভূতি। তাই সবাই আমরা একত্রিত। এ খবর দিয়েছে অনলাইন এপি।