স্বদেশ ডেস্ক:
ভারতের সঙ্গে একটি অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে কাজ করছে সৌদি আরব। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ‘সৌদি-ইন্ডিয়ান স্ট্রাটেজিক পার্টনারশিপ কাউন্সিল’-এর বৈঠকে এ কথা বলেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, ভারত-সৌদি সম্পর্ক উভয় দেশের জন্যেই লাভজনক এবং আমরা সব ধরণের সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছি। এ খবর দিয়েছে আরব নিউজ।
খবরে জানানো হয়, জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারত সফর করেছেন সৌদি ক্রাউন প্রিন্স। সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন তিনি। এসময় দুই দেশের মধ্যে একাধিক সমঝোতা ও চুক্তি স্বাক্ষরিত হয়। ‘সৌদি-ইন্ডিয়ান স্ট্রাটেজিক পার্টনারশিপ কাউন্সিল’-এর বৈঠকে উপস্থিত হয়ে বিন সালমান বলেন, সৌদি আরবে কাজ করা ভারতীয়রা আমাদেরই অংশ। আমরা নিজেদের নাগরিককে যেভাবে দেখেশুনে রাখি, ভারতীয়দের ঠিক সেভাবেই দেখি। আমরা একসঙ্গে ঐতিহাসিক অর্থনৈতিক করিডোর নির্মাণের কাজ শুরু করেছি।
এ কোরিডোর নিয়ে মোদি বলেন, এই করিডোরটি কেবল দুটি দেশকেই সংযুক্ত করবে না। এশিয়া, পশ্চিম এশিয়া এবং ইউরোপের মধ্যে ডিজিটাল সংযোগ স্থাপন করবে এটি।