রবিবার, ২০ জুলাই ২০২৫, ১২:১০ অপরাহ্ন

মানালিতে ১০,৫০০ ফুট থেকে শূন্যে ঝাঁপ!

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯

স্বদেশ ডেস্ক: হিমাচল প্রদেশের মানালিতে খুব শিগগিরই চালু হতে চলেছে বিশ্বের সর্বোচ্চ বাঞ্জি জাম্পিং। ১০,৫০০ ফুট উচ্চতায় গভীর খাদে এই বাঞ্জি জাম্পিং করা হবে। হিমাচলকে অ্যাডভেঞ্চার পর্যটনের হাম হিসেবে গড়ে তুলতে চায় সরকার। তার জন্যই এই সর্বোচ্চ বাঞ্জি জাম্পিং চালু করা হতে চলেছে।
অ্যাডভেঞ্চার স্পোর্টসে সারা বিশ্ব থেকে পর্যটক আকর্ষণ করতে চায় কেন্দ্র। সেই কারণে অ্যাডভেঞ্চার স্পোর্টসে উচ্চতম এবং দীর্ঘতম-র তকমা পেতে আগ্রহী। মানালির এই বাঞ্জি জাম্পিং সাইটের দেখাশোনা করবে অটল বিহারী বাজপেয়ী ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যালায়েড স্পোর্টস। মাটি থেকে ৫৯৬ ফুট উচ্চতায় থাকবে জাম্পিং প্লাটফর্ম।
এর দায়িত্বে থাকা কর্নেল নীরজ রানা জানিয়েছেন যে গোটা বিশ্বে এত উঁচুতে আর কোনও বাঞ্জি জাম্পিং সাইট নেই। এখানে যে প্রযুক্তির ব্যবহার করা হবে, তা এখনও পর্যন্ত নিউ জিল্যান্ড ও আমেরিকায় ব্যবহার করা হয়েছে। সম্প্রতি হিমাচলের গুলাবাতে ৯৩০০ ফুট উচ্চতায় ৩৫০ মিটার লম্বা স্কাই সাইক্লিং ট্র্যাক চালু হয়েছে। এত উঁচুতে বিশ্বের আরও কোথাও স্কাই সাইক্লিং-এর ট্র্য়াক নেই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ