স্বদেশ ডেস্ক:
প্রথমবারের মতো ঢাকা এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। আজ রোববার রাত সোয়া ৮টায় তাকে বহনকারী উড়োজাহাজটি ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
বিমানবন্দরে ফরাসি প্রেসিডেন্টকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রাতে রাজধানীর একটি হোটেলে মাখোঁর সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী।
আগামীকাল সকালে মাখোঁ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। পরে ২ নেতা প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। আগামীকাল দুপুর ২টায় ঢাকা ত্যাগের কথা রয়েছে ফরাসি প্রেসিডেন্টের।
নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে বাংলাদেশ সফরে এসেছেন এমানুয়েল মাখোঁ। গত ৩৩ বছরে কোনো ফরাসি প্রেসিডেন্টের এই প্রথম ঢাকা সফরে আসলেন।
এর আগে ২০২১ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে দ্বিপক্ষীয় সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে তিনি ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। ওই আমন্ত্রণ রক্ষা করতেই মাখোঁ আজ ঢাকা সফরে এসেছেন।