শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাগরতলে মিলল ‘স্বর্ণের ডিম’

সাগরতলে মিলল ‘স্বর্ণের ডিম’

স্বদেশ ডেস্ক:

রুপকথার স্বর্ণের ডিম যেন বাস্তবে ধরা দিল। প্রশান্ত মহাসাগরের তলদেশে বিজ্ঞানীরা এমন এক বস্তু আবিষ্কার করেছেন, যা দেখতে অনেকটাই স্বর্ণের ডিমের মতো। তবে সোনালি এই বস্তুর প্রকৃত পরিচয় এখনো দিতে পারেননি তারা।

গত সপ্তাহে মহাসহারেরর আলাস্কান তলদেশে এই বস্তুর সন্ধান পান গবেষকরা। সমুদ্র গবেষকরা দূর থেকে বস্তুটি জ্বলজ্বল করতে দেখেন। কাছে গিয়ে বিস্মিত হয়ে যান।

গবেষকরা বলছেন, এই বস্তুটির আকার ১০ সেন্টিমিটার। আলাস্কা উপকূল থেকে ৩৩০০ মিটার গভীরে তারা এর সন্ধান পেয়েছেন।

এক বিবৃতিতে মার্কিন সমুদ্র গবেষণা সংস্থা (নোয়া) এক বিবৃতিতে জানায়, প্রথমে সাথে থাকা ক্যামেরা জুম করে গবেষকরা এর পরিচয় জানার চেষ্টা করেন। কখনো এটি মৃত স্পঞ্জ মনে হচ্ছিল তো কখনো কোরাল কিংবা ডিমের খোসা। সংস্থিাটি জানায়, `রুপকথার কল্পনাকে মনে করিয়ে দিয়েছে এই বস্তু। একে স্বর্ণের ডিম বলা হচ্ছে।‘ নোয়া ওশ্যেন এক্সপ্লোরেশন সমন্বয়ক স্যাম কানদিও বলেন, ‘গভীর সমুদ আসলে অদ্ভূত।’

ইতোমধ্যে বস্তুটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। কেউ কেউ একে ‘এলিয়েন’ বলেও আখ্যা দিচ্ছেন।

তবে এখনও এর প্রকৃত পরিচয় জানাতে পারেনি বিজ্ঞানীরা। নোয়া জানায়, ‘‘আমরা ‘স্বর্ণের ডিমটি’ আমাদের সঙ্গে জাহাজে নিয়ে এসেছি। কিন্তু এখনও আমরা জানিনা এটা কি। জৈবিকভাবে এর জন্ম কিভাবে তাও বলা যাচ্ছে না।’’

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877