শনিবার, ০১ Jun ২০২৪, ০৩:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জিয়া ছাড়া কোনো সেক্টর কমান্ডার যুদ্ধক্ষেত্রে ছিলেন না: মির্জা আব্বাস দুবাই নিয়ে তরুণীদের অনৈতিক কাজে বাধ্য করতেন তারা চট্টগ্রাম-কক্সবাজার রুটের বিশেষ ট্রেনটি আবার চালুর ঘোষণা, চলবে যত দিন ‘অল আয়েস অন রাফা’ : বিশ্বজুড়ে যা প্রায় ৫০ মিলিয়ন লোক শেয়ার করছে মানুষের বেঁচে থাকার কোনো অবলম্বনই সরকার রাখেনি : রিজভী রোহিঙ্গাদের নিয়ে করা আশঙ্কার আলামত দেখা যাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির বিরুদ্ধে প্রচার চালানো হতো এমন ১৪৮ অ্যাকাউন্ট ও পেজ সরিয়েছে ফেসবুক পাসপোর্ট থেকে ‘ইসরাইল ব্যতীত’ শব্দ মুছে ফেলা দুঃখজনক : মোমেন পৃথিবীর কোনো দেশেই গণতন্ত্র পারফেক্ট নয় : ওবায়দুল কাদের রাত ১২টায় বন্ধ হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার, বিমানবন্দরে আটকা হাজার হাজার কর্মী
সমালোচনাকারীদের মুখে চুনকালি পড়েছে: পররাষ্ট্রমন্ত্রী

সমালোচনাকারীদের মুখে চুনকালি পড়েছে: পররাষ্ট্রমন্ত্রী

স্বদেশ ডেস্ক:

জো বাইডেনের সঙ্গে শেখ হাসিনার আলাপচারিতা যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক নিয়ে সমালোচনাকারীদের মুখে চুনকালি পড়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

গতকাল শনিবার নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এর প্রেক্ষিতেই এ মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, জি-২০ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতের মধ্য দিয়ে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও মজবুদ হয়েছে। জো বাইডেনের সঙ্গে শেখ হাসিনা অন্তত ১৫ মিনিট কথা বলেন। এ সময় আগামী শীতে তাকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।

দু্ই নেতার আলাপে বাংলাদেশের রাজনীতি কিংবা মানবাধিকার নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877