স্বদেশ ডেস্ক:
কদিন আগেই অভিনেত্রী মানারা চোপড়াকে প্রকাশ্যে চুমু খেয়ে বিতর্কের মুখে পড়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় পরিচালক এ এস রবি কুমার। সিনেমার প্রচার অনুষ্ঠানে এমন কাণ্ড ঘটান এই নির্মাতা। সে মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে। এ ঘটনার পর কয়েক দিন কেটে গেলেও মুখ খুলেননি নির্মাতা। এবার নীরবতা ভাঙলেন অভিনেত্রী মানারা চোপড়া। মুম্বই এয়ারপোর্টে পাপারাজ্জিদের মুখোমুখি হয়ে তিনি এ বিষয়ে বলেন, সিনেমায় আমার কাজ পছন্দ করেছেন পরিচালক। যখন আমার শুটিং ছিল না, তখনো তারা আমাকে ফোন করতেন।
আমার মনে হয়, তিনি খুবই উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন। কিন্তু যেভাবে ভিডিওটি ধারণ করা হয়েছে, তাতে আমি বিস্মিত হয়েছি। ব্যাখ্যা করে মানারা বলেন, ঘটনা যাইহোক না কেন, উচ্ছ্বাস থেকে তিনি কাজটি করেছিলেন। কিছু কিছু সময় আসে, যখন মানুষ অনেক উচ্ছ্বসিত হয়ে পড়েন।