স্বদেশ ডেস্ক:
রাজশাহীতে নগর মাদ্রাসা মাঠের পূর্ব পাশে আজ রোববার দুপুরে বিএনপির সমাবেশ। সেই উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। তবে হঠাৎ করে রাজশাহী মহানগর থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা।
পরিবহন শ্রমিকদের দাবি, বৃষ্টির কারণে সকাল থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়। তবে ঢাকা রুটে বাস চলাচল করছে।
এদিকে সকাল থেকে মালিক-শ্রমিক পরিবহন ইউনিয়নের পক্ষ থেকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ করায় চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
তবে মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল দাবি করেছেন, দুপুরে বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ উপলক্ষে এই প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে।
এ বিষয়ে পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি কামাল হোসেন রবি বলেন, ‘বৃষ্টির কারণে সকাল থেকে বাস চলাচল বন্ধ করা হলেও ঢাকা রুটে চলাচল করছে। ’
এ ছাড়া বৃষ্টির কারণে কখনোই রাজশাহীতে বাস চলাচল বন্ধ করা হয়নি বলে দাবি করেছেন পরিবহন শ্রমিক ইউনিয়নের একাধিক নেতাকর্মী।
এদিকে সমাবেশ উপলক্ষে গতকাল রাজশাহী নগরীতে মাইকিং করা হয়েছে। এ ছাড়া প্রচারপত্র বিলি করাসহ ওয়ার্ডে ওয়ার্ডে, থানায় থানায় কর্মী সমাবেশ করা হয় দলের পক্ষ থেকে।
গতকাল ২২ শর্তে নগর মাদ্রাসা মাঠের পূর্ব পাশে সড়কে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয় মহানগর পুলিশ। তবে বৃষ্টি এবং বাস চলাচল বন্ধ থাকায় বিএনপির সমাবেশে কিছুটা হলেও প্রতিবন্ধকতা সৃষ্টি হবে বলে মনে করছেন দলটি নেতাকর্মীরা।