বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

স্বদেশ ডেস্ক:

ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১৬ জন। নিহতদের বেশিরভাগই ইরান থেকে আসা তীর্থযাত্রী। তারা আরবাইন পালন করতে পবিত্র নগরী কারবালায় যাচ্ছিলেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। ইরাকের সালাহদ্দিন প্রদেশের স্বাস্থ্য বিষয়ক প্রধান খালেদ বুরহান হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান যে, মহাসড়কে দুটি মিনিবাসের মধ্যেকার সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

আরবাইন উপলক্ষ্যে প্রতিবছর লাখো মুসল্লি কারবালায় যাত্রা করেন। মূলত শিয়া মুসলিমদের মধ্যে এটি বেশি জনপ্রিয়। ৬৮০ সালের ১০ই অক্টোবর কারবালার যুদ্ধে ইমাম হোসাইনের শাহাদাৎ বরণের স্মরণে আসুরার ৪০ দিন পর আরবাইন পালন করা হয়। উল্লেখ্য, ইরাকে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর হাজার হাজার মানুষ নিহত হন। ২০২২ সালে দেশটিতে ৪৯০০ সড়কে প্রাণ হারান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877