স্বদেশ ডেস্ক:
বিতর্ক আর রাখি সাওয়ান্ত একে অপরের পরিপূরক। সদ্যই দ্বিতীয় বিয়ে ভেঙেছে এই নায়িকার। তা নিয়ে কম বিতর্ক হয়নি। দিন কয়েক আগেই প্রাক্তন স্বামীর নামে গুরুতর অভিযোগ এনেছিলেন রাখি, জানিয়েছিলেন মধুচন্দ্রিমায় গিয়ে রাখির নগ্ন ভিডিও করে তা লাখ লাখ টাকায় বিক্রি করেছে আদিল। এতকিছুর মধ্যে হঠাৎ করেই ভোলবদল রাখির।
সম্প্রতি সৌদি আরবে উমরাহ করতে যান রাখি। ভারতে ফিরেই নতুন এক রাখিতে পরিণত হন। পুরুষের ছোঁয়াতে এখন ঘোর আপত্তি এই অভিনেত্রীর।
এই অভিনেত্রীকে দেখা যায় বোরকা পরে হিজাবে পুরো শরীর ঢেকে রাখতে। একটি অনুষ্ঠানে তাকে পুরস্কৃত করা হয়। ফেরার সময় ভক্তদের সেলফি তোলার সময় তিনি বলেন, ‘আমি পবিত্র, আমি মক্কা-মদিনা ঘুরে এসেছি। পুরুষরা আমাকে ছোঁবেন না। আমার থেকে দূরে থাকুন।’
রাখির এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের ভিন্ন ভিন্ন মত। কেউ তার পক্ষে আবার কেউ তার বিপক্ষে মতামত দিয়েছেন।