বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএনপির ২৮০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিএনপির ২৮০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

স্বদেশ ডেস্ক:

রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে পৃথক দুটি মামলায় ১১৬ জনের নাম উল্লেখসহ বিএনপির ২ হাজার ৮১৬ জন নেতাকর্মীকে আসামি করে মামলা হয়েছে। মামলায় বিএনপি ২৮ নেতাকর্মীকে গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার দুপুরে রাজবাড়ী আদালতে প্রেরণ করেছে সদর থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন রাজবাড়ী সদর উপজেলার বাবুপুর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে আবুল কালাম মো. আজাদ (৪০), মো. করিম শেখের ছেলে মো. ইউসুফ শেখ (২৮), রামনগর গ্রামের মৃত আব্দুল করিম মোল্লার ছেলে সেলিম মোল্লা (৩৩), চন্দনী উত্তর পাড়ার মো. গফুর শেখের ছেলে মো. সাইফুল শেখ (২০), ঢেকিগাড়িয়া গ্রামের মো. মাজেদ মোল্লার ছেলে মো. মুরাদ মোল্লা (২২), বারাইজুড়ি গ্রামের মো. সালাম ঠাকুরের ছেলে মো. রেজাউল ঠাকুর (২৮), গোপিনাথদিয়া (শ্রীপুর) এলাকার মো. টোকন প্রামানিকের ছেলে মো. পাপ্পু প্রামানিক (১৪), গৌরীপুর গ্রামের আবুল কাশেম মোল্লার ছেলে মো. রানা মোল্লা (১৫), শাইলকাঠি গ্রামের মৃত লতিফ খন্দকারের ছেলে মো. জালাল খন্দকার (৪০), মাধব লক্ষীকোল গ্রামের মৃত কাশেম মোল্লার ছেলে মো. কোরবান মোল্লা (৪৫), ভবদিয়া খারঘুনা এলাকার মৃত মোকাই সরদারের ছেলে মো. কুদ্দুস সরদার (৩০), বিলনয়াবাদ গ্রামের মো. সেলিম বিশ্বাসের ছেলে মো. অন্তর বিশ্বাস (১৬), গোপিনাথদিয়া (শ্রীপুর) এলাকার মো. মাজেদ শেখের ছেলে মো. সজিব শেখ (১৫), বালিয়াকান্দি উপজেলার তেনাই গ্রামের মো. নাছের শেখের ছেলে মো. রুহুল আমিন (২২), শামুক খোলা গ্রামের মৃত আনসার আলীর ছেলে অহিদুল ইসলাম (২৫), শামুকখোলা গ্রামের মিজানুর রহমানের ছেলে মো. কৌশিক শেখ (২৫), তেনাই গ্রামের আইয়ুব আলী শেখের ছেলে মো. মামুন শেখ (২২), সোনাপুর গ্রামের মৃত আব্দুর রহিম মিয়ার ছেলে মো. রবিউল ইসলাম রুবেল (৩১), গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ দেওয়ানপাড়া ২ নম্বর ওয়ার্ডের সোনাই শেখের ছেলে মো. সাগর শেখ (২২), পূর্ব তেনাপচার মো. রশিদ শেখের ছেলে মো. রবিন শেখ (২০), পূর্ব তেনাপচার মো. সালাম শেখের ছেলে মো. সজিব শেখ (২০), খুদিরাম সরদার পাড়া ৫ নম্বর ওয়ার্ডের মৃত হরিপদ বিশ্বাসের ছেলে সুরেশ বিশ্বাস (৫৩), পাংশা উপজেলার চাঁদপুর কুড়িপাড়ার আজম মোল্লার ছেলে মো. হৃদয় (১৯), গোলাবাড়ী বনগ্রামের মো. আবুল কালামের ছেলে মো. শিহাব খান (১৮), আশুর হাট গ্রামের ইমান আলী শেখের ছেলে মো. আলী শেখ (৩৬), পুঁইজোর গ্রামের আব্দুল জলিলের ছেলে তৌহিদুর রহমান (৩০), মৃত ইউসুফ হোসেনের ছেলে ও মৃগী শহীদ দিয়ানত ডিগ্রী কলেজের প্রভাষক আরিফুল ইসলাম (৫২), কালুখালী উপজেলার হেলঞ্চা গ্রামের আব্দুল গফুর বিশ্বাসের ছেলে মো. সোহাগ বিশ্বাস (২২)।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877