স্বদেশ ডেস্ক:
দ্বিতীয়বার বৃষ্টির পর ফের শুরু হয়েছে খেলা। এরই মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছে ভারত।
রোহিত শর্মা ও বিরাট কোহলির পর দ্রুত ফিরেছেন শ্রেয়াস আইয়ার ও শুভমান গিলও। দ্রুত ৪ উইকেট হারিয়ে তাই বিপাকে ভারত।
এই রিপোর্ট লেখার সময় ভারতের সংগ্রহ ১৫ ওভারে ৭২/৪। এখন ব্যাট করছেন ঈষান কিশান (২৩) ও হার্দিক পান্ডিয়া (৫)।
এর আগে শ্রেয়াস আইয়ার চেষ্টা করছিলেন ভিন্ন কিছু করতে। পাল্টা আক্রমণ চালিয়ে পাকিস্তানের মনোবল ভাঙতে চেয়েছিলেন তিনি। হারিস রউফকে টার্গেটও করেছিলেন তিনি, তবে হারিস রউফের কাছেই আটকা পড়েছেন আইয়ার। ৯ বলে ১৪ রান আসে তার ব্যাটে।
পরে সুবিধা করতে পারেননি শুভমান গিলও। তিনি বেশ সতর্কতার সাথে শুরু করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত হার মানলেন রউফের কাছেই। ৩২ বলে মাত্র ১০ রান করে বোল্ড হয়েছেন এই ওপেনার।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ১৫ রানেই ভাঙে ভারতের উদ্বোধনী জুটি৷ শাহিন শাহ আফ্রিদি ফেরান রোহিত শর্মাকে। ২২ বলে ১১ করেন রোহিত। পরের ওভারেই বিরাট কোহলিকেও নিজের শিকারে পরিণত করেন আফ্রিদি। কোহলি করেন ৭ বলে ৪ রান।