বিশ্বকাপে দুঃস্বপ্নের শুরু পাকিস্তানের! রবিনহুডের শহরে প্রথম ম্যাচেই ক্যারিবিয়ানদের কাছে নাস্তানাবুদ ‘মেন ইন গ্রিন’৷ শুক্রবার ট্রেন্ট ব্রিজে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে সরফরাজ অ্যান্ড কোং৷ আর এতেই লুকিয়ে চ্যাম্পিয়নের রসদ! পরিসংখ্যান অবশ্য এমনই ইঙ্গিত দিচ্ছে৷
এখন পর্যন্ত তিনটি আইসিসি টুর্নামেন্ট জিতেছে পাকিস্তান৷ আর তিনটি টুর্নামেন্টের প্রথম ম্যাচেই গো-হারা হেরেছিল সবুজবিগ্রেড৷ ইমরান খানের নেতৃত্বে ১৯৯২ বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান৷ সেবারও প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে পর্যুদস্ত হয়েছিল ইমরানের দল৷ ক্যারিবিয়ানদের কাছে ১০ উইকেটে হেরেছিল পাকিস্তান৷ প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে পর্যুদস্ত হলেও ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ইমরানের পাকিস্তান৷
তার পর ২০০৯ ইংল্যান্ডের মাটিতে টি-২০ বিশ্বকাপ জেতে তারা৷ কিন্তু ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটের বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়োজক ইংল্যান্ডের কাছে ৪৮ রানে হেরেছিল পাকিস্তান৷ আর ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী পাকিস্তান প্রথম ম্যাচে ভারতের কাছে ১২৪ রানে হেরেছিল সরফরাজ অ্যান্ড কোং৷
তুকতাকে বিশ্বাসী পাকিস্তানি সমর্থকদের আশা এবারো বিশ্বকাপে বাজিমাত করবে সরফরাজের দল৷ কারণ ওয়ান ডে বিশ্বকাপের দ্বাদশ সংস্করণের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে সাত উইকেটে হারে পাকিস্তান৷ ট্রেন্ট ব্রিজে প্রথমে ব্যাটিং করে ১০৫ রানে গুটিয়ে যায় পাকিস্তান৷ মাত্র ২১.৪ ওভারে শেষ হয়ে যায় পাক ইনিংস৷ সর্বোচ্চ স্কোর ২২৷
ক্যারিবিয়ান পেসারদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানি ইনিংস৷ কোনো রকমে এক শ’ রানের গণ্ডি টপকায় পাকিস্তান৷ বল হাতে ৪টি উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে ১০৫ রানে শেষ করে দেয়ার ক্ষেত্রে বড় ভূমিকা নেন ওসানে থমাস৷ তিনটি উইকেট তুলে নেন অধিনায়ক জেসন হোল্ডার৷ বাকি তিন উইকেটের মধ্যে দু’টি আন্দ্রে রাসেল এবং অন্যটি নেন কটরেল৷
বিশ্বকাপের পাকিস্তানের দ্বিতীয় ম্যাচ সোমবার৷ ট্রেন্ট ব্রিজেই আয়োজক ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলবে ‘মেন ইন গ্রিন’৷ প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ শুরু করেছে ইয়ন মর্গ্যানের ইংল্যান্ড৷ আর ওল্ড ট্র্যাফোর্ডে ভারত-পাক মহারণ ১৬ জুন৷ এই ম্যাচই বিশ্বকাপের ইউএসপি৷