বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ন

প্রথম ম্যাচে পরাজয়ের কারণেই পাকিস্তান চ্যাম্পিয়ন হবে!

প্রথম ম্যাচে পরাজয়ের কারণেই পাকিস্তান চ্যাম্পিয়ন হবে!

বিশ্বকাপে দুঃস্বপ্নের শুরু পাকিস্তানের! রবিনহুডের শহরে প্রথম ম্যাচেই ক্যারিবিয়ানদের কাছে নাস্তানাবুদ ‘মেন ইন গ্রিন’৷ শুক্রবার ট্রেন্ট ব্রিজে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে সরফরাজ অ্যান্ড কোং৷ আর এতেই লুকিয়ে চ্যাম্পিয়নের রসদ! পরিসংখ্যান অবশ্য এমনই ইঙ্গিত দিচ্ছে৷

এখন পর্যন্ত তিনটি আইসিসি টুর্নামেন্ট জিতেছে পাকিস্তান৷ আর তিনটি টুর্নামেন্টের প্রথম ম্যাচেই গো-হারা হেরেছিল সবুজবিগ্রেড৷ ইমরান খানের নেতৃত্বে ১৯৯২ বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান৷ সেবারও প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে পর্যুদস্ত হয়েছিল ইমরানের দল৷ ক্যারিবিয়ানদের কাছে ১০ উইকেটে হেরেছিল পাকিস্তান৷ প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে পর্যুদস্ত হলেও ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ইমরানের পাকিস্তান৷

তার পর ২০০৯ ইংল্যান্ডের মাটিতে টি-২০ বিশ্বকাপ জেতে তারা৷ কিন্তু ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটের বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়োজক ইংল্যান্ডের কাছে ৪৮ রানে হেরেছিল পাকিস্তান৷ আর ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী পাকিস্তান প্রথম ম্যাচে ভারতের কাছে ১২৪ রানে হেরেছিল সরফরাজ অ্যান্ড কোং৷

তুকতাকে বিশ্বাসী পাকিস্তানি সমর্থকদের আশা এবারো বিশ্বকাপে বাজিমাত করবে সরফরাজের দল৷ কারণ ওয়ান ডে বিশ্বকাপের দ্বাদশ সংস্করণের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে সাত উইকেটে হারে পাকিস্তান৷ ট্রেন্ট ব্রিজে প্রথমে ব্যাটিং করে ১০৫ রানে গুটিয়ে যায় পাকিস্তান৷ মাত্র ২১.৪ ওভারে শেষ হয়ে যায় পাক ইনিংস৷ সর্বোচ্চ স্কোর ২২৷

ক্যারিবিয়ান পেসারদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানি ইনিংস৷ কোনো রকমে এক শ’ রানের গণ্ডি টপকায় পাকিস্তান৷ বল হাতে ৪টি উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে ১০৫ রানে শেষ করে দেয়ার ক্ষেত্রে বড় ভূমিকা নেন ওসানে থমাস৷ তিনটি উইকেট তুলে নেন অধিনায়ক জেসন হোল্ডার৷ বাকি তিন উইকেটের মধ্যে দু’টি আন্দ্রে রাসেল এবং অন্যটি নেন কটরেল৷

বিশ্বকাপে পাকিস্তানের এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর৷ এর আগে ১৯৯২ বিশ্বকাপে অ্যাডিলেডে ইংল্যান্ডের কাছে ৭৪ রানে অল-আউট হয়েছিল পাকিস্তান৷ ইংল্যান্ডের মাটিতে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের কারণে বিশেষজ্ঞদের অনেকে এবার বাজি ধরেছেন ৯২’র চ্যাম্পিয়নদের নিয়ে। ইমরানের মতো সরফরাজরাও প্রথম ম্যাচে ধরাশায়ী হওয়ার পর চ্যাম্পিয়ন ‘লাক’ কাজ করবে বলে আশাবাদী পাকিস্তানি সমর্থকরা৷

বিশ্বকাপের পাকিস্তানের দ্বিতীয় ম্যাচ সোমবার৷ ট্রেন্ট ব্রিজেই আয়োজক ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলবে ‘মেন ইন গ্রিন’৷ প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ শুরু করেছে ইয়ন মর্গ্যানের ইংল্যান্ড৷ আর ওল্ড ট্র্যাফোর্ডে ভারত-পাক মহারণ ১৬ জুন৷ এই ম্যাচই বিশ্বকাপের ইউএসপি৷

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877