শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আইসিবিএম মোতায়েন করেছে রাশিয়া

আইসিবিএম মোতায়েন করেছে রাশিয়া

স্বদেশ ডেস্ক:

রাশিয়া যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) মোতায়েন করেছে। রাশিয়ার রোসকোসমোস মহাকাশ সংস্থার প্রধান ইউরি বরিসভ শুক্রবার এ তথ্য জানিয়েছেন। উল্লেখ্য, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একবার বলেছিলেন, এই অস্ত্রের সামনে আসতে শত্রুরা ‘দুবার ভাববে।’

বরিসভ বলেন, সারমাত ক্ষেপণাস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে। তিনি অবশ্য এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি।

সারমাত হলো ২০১৮ সালে পুতিনের ঘোষিত অত্যাধুনিক অস্ত্রসম্ভারের অংশবিশেষ। সাইলোভিত্তিক এই ক্ষেপণাস্ত্র একসাথে কয়েকটি পরমাণু বোমা বহন করতে সক্ষম।

এই ক্ষেপণাস্ত্র শনাক্ত করা খুবই কঠিন। খুব দ্রুত নিক্ষেপ করা যায় বলে, প্রতিপক্ষ একে শনাক্ত করার অবকাশই অনেক সময় পায় না।

গত বছর ইউক্রেনে সৈন্য পাঠানোর প্রায় দুই মাস পর পুতিন বলেছিলেন, সারমাত হবে ‘বাহিরাগত হুমকি থেকে রাশিয়ার নিরাপত্তা নিশ্চিতকারী। আর যারা আমাদের দেশের ওপর হুমকি দেয়ার চেষ্টা করবে, তারা দুবার ভাববে।’

সূত্র : আরব নিউজ

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877