মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন

ক্যাম্পাসের পাশের বাসা থেকে জাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

স্বদেশ ডেস্ক:

বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকায় ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার নাম কাজী সমিতা আশকা ওরফে নেহা। বাড়ি সাতক্ষীরা জেলায়।

শুক্রবার রাতে তার লাশ উদ্ধার করা হয়।

সমিতার বন্ধু নাফিস ইকবাল জানান, দীর্ঘ সময় ধরে কোনো সাড়া না পেয়ে তিনি বন্ধুদের নিয়ে রাত ৯টার দিকে তার বাড়িতে যান। সেখানে গিয়ে দেখতে পান ঘরের দরজা ভেতর থেকে আটকানো। পরে দরজা ভেঙে তারা ঘরে প্রবেশ করে ছাদের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পান।

তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সমিতাকে মৃত ঘোষণা করেন।

সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ