বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন

বিশ্বের বিভিন্ন স্থানে ‘ক্রমবর্ধমান সঙ্ঘাত, সামরিক অভ্যুত্থান’ নিয়ে উদ্বিগ্ন ঢাকা : পররাষ্ট্র সচিব মোমেন

বিশ্বের বিভিন্ন স্থানে ‘ক্রমবর্ধমান সঙ্ঘাত, সামরিক অভ্যুত্থান’ নিয়ে উদ্বিগ্ন ঢাকা : পররাষ্ট্র সচিব মোমেন

স্বদেশ ডেস্ক:

বিশ্বের বিভিন্ন প্রান্তে ‘ক্রমবর্ধমান সঙ্ঘাত এবং সামরিক অভ্যুন্থান’সহ এসডিজি, জলবায়ু পদক্ষেপ এবং মানবিক পদক্ষেপের সাথে তাদের সর্বোচ্চ অগ্রাধিকারগুলো বৈশ্বিক এজেন্ডা থেকে পিছিয়ে যাওয়ার আশঙ্কায় ঢাকার ‘উদ্বিগ্ন’ বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বৃহস্পতিবার বৈশ্বিক বর্তমান পরিস্থিতিতে ঢাকার এই উদ্বেগের কথা জানান তিনি।

তিনি বলেন, ‘আমাদের এক পৃথিবী ও এক মানবতার সুবিধার জন্য তার বিশ্বব্যাপী অবস্থান এবং প্রসার লাভ করে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে এবং আন্তর্জাতিক সম্মিলিত পদক্ষেপের গতি বাড়াতে আমরা ভারতীয় জি-২০ নেতৃত্বের উপর নির্ভর করি।

ফরেন সার্ভিস একাডেমিতে ‘জি-২০ সামিট : ঢাকা টু নয়া দিল্লি’ শীর্ষক একটি ইভেন্টের সমাপনী অধিবেশনে বক্তব্যে পররাষ্ট্র সচিব তাদের অভিন্ন ভবিষ্যত গঠনে যুবকদের কণ্ঠস্বর অন্তর্ভুক্ত করার গুরুত্বের ওপরও জোর দেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষার্থীও বক্তব্য দেন।

আলোচনা সভার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মাসুদ মোমেন বলেছিলেন, তারা আত্মবিশ্বাসী যে আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলন আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখোমুখি সমালোচনামূলক সমস্যাগুলো তুলে ধরতে সহায়তা করবে। কারণ জাতিসঙ্ঘ মহাসচিব তাদের আগামী বছর ভবিষ্যতের শীর্ষ সম্মেলনে নিয়ে যাবেন।

তিনি বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে বর্তমান অনিশ্চিত সময়ে জাতীয় প্রেক্ষাপটে সুদূরপ্রসারী প্রভাব নিয়ে বাংলাদেশে তারা আসন্ন বহুপক্ষীয় ফোরামে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরার অপেক্ষায় রয়েছে।

পররাষ্ট্র সচিব বলেন,তারা বহুপক্ষীয় প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত সংস্কারের মাধ্যমে টেকসই উন্নয়নের জন্য ২০৩০ সালের এজেন্ডার কাঠামোর মধ্যে সহনশীলতা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য তাদের আওয়াজ তুলতে থাকবে।

অনুষ্ঠানে তিনটি প্যানেল নিয়ে আলোচনা হয়েছে নারী ও উন্নয়ন; সবুজ উন্নয়ন এবং ডিজিটাল উন্নয়ন।

তিনি বলেন, ‘আমাদের এই এবং অন্যান্য ফ্রন্টে আমাদের প্রচেষ্টাকে দ্বিগুণ করতে হবে। যাতে আমরা ২০৩০ সালের মধ্যে আমাদের এসডিজিতে পৌঁছাতে পারি না, বরং একটি উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার প্রধানমন্ত্রীর ২০৪১ সালের আকাঙ্ক্ষাকে বাস্তবে উপলব্ধি করতে পারি।’

পররাষ্ট্র সচিব বলেন, ভারত জি-২০ প্রেসিডেন্সিতে একটি দৃষ্টান্তমূলক পরিবর্তন এনেছে এবং বেশিরভাগ সীমান্তবর্তী গ্লোবাল সাউথকে তার এজেন্ডার সামনে ও কেন্দ্রে নিয়ে এসেছে।

তিনি বলেন, ‘আমরা জোহানেসবার্গে সদ্য সমাপ্ত ব্রিকস সম্মেলনে একই ধরনের প্রবণতা প্রত্যক্ষ করেছি যেখানে আফ্রিকার দিকে মনোযোগ দেয়া হয়েছিল।’

মাসুদ মোমেন বলেন, জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের আসন্ন ৭৮তম অধিবেশনের প্রাক্কালে এই দুটি শীর্ষ সম্মেলন সম্ভবত বহুপক্ষীকতাকে পুনরুজ্জীবিত করতে গ্লোবাল সাউথের একটি নতুন পদক্ষেপের ইঙ্গিত দেয়, যা সত্যিকার অর্থে তাদের উদ্দেশ্যকে প্রতিফলিত করে।

তিনি বলেন, চলতি বছর আন্তর্জাতিক সম্প্রদায় অন্যান্য বিষয়গুলোর মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য, প্যারিস জলবায়ু চুক্তি এবং সার্বজনীন স্বাস্থ্য কভারেজ নিয়ে অগ্রগতির পর্যালোচনা করবে বলে আশা করা হচ্ছে।

সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877