বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলা র‌্যাবকে অতীত ভুলে নতুন উদ্যমে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার আছিয়াকে ধর্ষণ ও হত্যা : হিটু শেখের ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে ‘নির্দেশ একটাই রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না’ সিইসিসহ ৫ ইসির পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ চলবে: এনসিপি স্ত্রী-মেয়েসহ আব্দুর রাজ্জাকের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি বন্ধ দ্রুত নির্বাচনসহ ৩ দাবিতে প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়ার ৪৩ সিনেটর-এমপির চিঠি শিশুদের হাতে হাতে নিম্নমানের বই ‘টুকরো টুকরো হওয়ার শঙ্কায় সিরিয়া, গৃহযুদ্ধ আসন্ন’

কারাগার থেকে ফোনে ছেলেদের সঙ্গে কথা বলতে পারবেন ইমরান খান

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

স্বদেশ ডেস্ক:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান গত ৫ আগস্ট থেকে অ্যাটক কারাগারে বন্দী আছেন। আজ শুক্রবার দেশটির এক বিশেষ আদালত ইমরান খানকে ফোনে তার ছেলেদের সঙ্গে কথা বলার অনুমতি দিয়েছেন। খবর জিও নিউজের।

তোশাখানা মামলায় ইমরান খানের তিন বছরের সাজা স্থগিত হলেও সাইফার মামলায় আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ইমরান খানকে জুডিশিয়াল হেফাজতে থাকতে হচ্ছে।

গত ৫ আগস্ট ইমরান খানকে তোশাখানা মামলায় ইমরানের তিন বছরের সাজা দিয়েছিলেন ইসলামাবাদের এক আদালত। পরবর্তী সময়ে গত ২৯ আগস্ট ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খানের এ সাজা স্থগিত করেন।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই প্রধানের আইনজীবী উমাইর নিয়াজি এবং শিরাজ আহমেদ বিচারক আবুল হাসনাতের কাছে একটি পিটিশন দাখিল করেন। তাতে কাসিম ও সুলেইমানের সঙ্গে পিটিআই প্রধানের কথা বলার অনুমতি চাওয়া হয়।

ইমরান খান আবেদন করেছিলেন, ‘আমি আমার সন্তান কাসিম ও সুলেইমানের সঙ্গে টেলিফোন বা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাই। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের এ আবেদন অনুমোদিত হয়েছে।’

বিচরাক হাসনাত অ্যাটক জেল কর্মকর্তাদের ইমরান খানের সঙ্গে তার ছেলেদের ফোনে কথা বলে দেওয়ার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ