মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৭:২২ অপরাহ্ন

নির্বাচনের ফল প্রত্যাখ্যান, ক্ষমতা দখলে নিল গ্যাবনের সেনাবাহিনী

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

স্বদেশ ডেস্ক:

মধ্য আফ্রিকার দেশ গ্যাবনে ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী। আজ বুধবার সকালে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে সামরিক অভ্যুত্থানের ঘোষণা দেয় সেনা কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ নির্বাচনে জয় পেয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট আলি বঙ্গো অনদিমবা। কিন্তু এই ফল প্রত্যাখ্যান করেছে সেনাবাহিনী। টেলিভিশনে দেওয়া ভাষণে এক সেনা সদস্য জানান, আমরা বর্তমান সরকারের ইতি ঘটিয়ে শান্তি রক্ষার সিদ্ধান্ত নিয়েছি। তিনি জানান, তিনি `কমিটি ফর দ্য ট্রানজিশন অ্যান্ড রিস্টোরেশন অব ইনস্টিটিউশন‘ এর পক্ষ হয়ে কথা বলছেন।

ঘোষণায় বলা হয়, দেশটিতে গণতান্ত্রিক সবগুলো প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। ওই সেনা সদস্য বলেন, ২৬ আগস্ট ২০২৩ এর নির্বাচনে সব ফল বাতিল ঘোষণা করা হলো। ঘোষণা দেওয়ার সময় রিপাবলিকান গার্ড, পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

১৪ বছর ধরে ক্ষমতায় থাকা বঙ্গো পুনরায় নির্বাচিত হওয়ার কিছুক্ষণ পরই সেনাবাহিনী এমন ঘোষণা দেয়। গ্যাবনে দায়িত্বরত এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, সেনা কর্মকর্তারা যখন অভ্যুত্থানের ঘোষণা দিচ্ছিলেন তখন রাজধানীর একাধিক জায়গায় গোলাগুলি চলছিল।

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছিলেরন বঙ্গো। ভোট পেয়েছিলেন ৬৪ দশমিক ২৭ শতাংশ। তার প্রতিদ্বন্দ্বি অ্যালবার্ট অন্দো ওসা পেয়েছিলেন ৩০ দশমিক ৭৭ শতাংশ। তিনি বঙ্গোর বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ এনেছেন।

সোমবার অন্দোর নির্বাচনী কর্মকর্তা মাইক জকটেন বঙ্গোকে বিন রক্তপাতে ক্ষমতা ছাড়ার আহ্বান জানান। তবে কারচুপির কোনো প্রমাণ হাজির করতে পারেননি অন্দো।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ