সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৭:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মার্কিন পতাকা নামিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উড়লো ফিলিস্তিনি পতাকা! বিএনপি সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে: ওবায়দুল কাদের বিষয়টি আদালতেই সুরাহার চেষ্টা করব, হাইকোর্টের নির্দেশনা নিয়ে শিক্ষামন্ত্রী গাজার ভবিষ্যত নিয়ে আলোচনা করতে সৌদিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেশের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায় দেশ থেকে আইনের শাসন উধাও হয়ে গেছে : মির্জা ফখরুল স্বর্ণের দাম ভরিতে কমলো ১১৫৫ টাকা তীব্র তাপপ্রবাহ : স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ হাইকোর্টের মঙ্গলবারও ঢাকাসহ ২৭ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
বাসের ভেতরে চালকের সহকারী কিশোরের লাশ

বাসের ভেতরে চালকের সহকারী কিশোরের লাশ

কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনালে এক মিনিবাসের চালকের সহকারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ওই মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ঘটনার শিকার কিশোরের নাম শিপন (১৪)। সে জেলার ভূরুঙ্গামারী উপজেলার বাসশ্রমিক মোজাম্মেল হকের ছেলে। শিপনের বড় ভাই রিপনও অন্য এক গাড়ির চালকের সহকারী।

পুলিশ সূত্রে জানা গেছে, শিপন শাহজালাল পরিবহন (সিলেট-ট ১১০২৬৩) নামের একটি মিনিবাসে কাজ করত। রাতে ওই গাড়িতে থাকত সে। আজ সকালে শ্রমিকেরা দেখতে পান, মিনিবাসটির জানালা খোলা। পরে তাঁরা বাসের ভেতর শিপনের মৃতদেহ দেখতে পান।

শিপনের বড় ভাই রিপন নাসির পরিবহন নামে অন্য একটি মিনিবাসে সহকারীর কাজ করেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থানে গিয়ে ভাইয়ের মরদেহ শনাক্ত করেন।

রিপন মিয়া প্রথম আলোকে বলেন, দেড় মাস আগে ওই বাসে কাজ নেয় শিপন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দুই ভাই একসঙ্গে হোটেলে খাবার খান। এরপর যে যার বাসে ঘুমাতে যান। সকালে তিনি খবর পান, শিপনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

মিনিবাসটির চালক হজরত আলী বলেন, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে গাড়ি রেখে শিপনকে খাওয়ার টাকা দেন। এরপর তিনি বাড়ি চলে যান। আজ সকালে ফোনে জানতে পারেন, বাসে শিপন মৃত অবস্থায় পড়ে আছে।

কুড়িগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নূর আমিন মিলন ও সড়কবিষয়ক সম্পাদক আবদুল লতিফ জানান, ঘটনাটি শ্রমিকদের নিরাপত্তার সঙ্গে জড়িত। এর সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান তাঁরা।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রাজু সরকার বলেন, মরদেহ সুরতহাল শেষে মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না কীভাবে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877