বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন

ভোলায় সড়ক দুর্ঘটনায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নিহত

ভোলায় সড়ক দুর্ঘটনায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নিহত

ভোলায় সড়ক দুর্ঘটনায় দৌলতখান উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন নিহত হয়েছেন। ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কমরউদ্দিন এলাকায় আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশারেফ ২০১৪ সাল থেকে পাঁচ বছর মেয়াদে দৌলতখান উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোশারেফ হোসেন আজ সকালে মোটরসাইকেলে করে বাড়ি থেকে ভোলা শহরের উদ্দেশে রওনা হন। ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কমরউদ্দিন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাককে সাইড দিতে গিয়ে তিনি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877