মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন

লিটনকে ছাড়াই এশিয়া কাপে যোগ দিতে রওনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল

লিটনকে ছাড়াই এশিয়া কাপে যোগ দিতে রওনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল

স্বদেশ ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট দল এই বছরের এশিয়া কাপে অংশ নিতে রোববার (২৭ আগস্ট) দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশে যাত্রা করেছে। তবে ডানহাতি টপঅর্ডার ব্যাটার লিটন দাসের গত দুই দিন ধরে জ্বর থাকায় দলের অন্য সদস্যদের সাথে তিনি যেতে পারেননি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল উইং নিশ্চিত করেছে, লিটন সুস্থ হয়ে দলের সাথে যোগ দেবেন।

তারা আরো আশ্বস্ত করেছেন, লিটনের পরীক্ষা করা হয়েছে। তার রিপোর্টে ডেঙ্গু বা অন্য কোনো গুরুতর অসুস্থতার কথা জানা যায়নি।

এছাড়া আরেক ক্রিকেটার তানজিম হাসান সাকিবও একাই শ্রীলঙ্কা গেছেন। তাকে পরে টিম লাইনআপে অন্তর্ভুক্ত করায় তার জন্য আলাদা ফ্লাইট নির্ধারণ করা হয়েছিল। পায়ের চোটের কারণে এবাদত হোসেন বাদ পড়ার পর তাকে অন্তর্ভুক্ত করা হয়।

শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হওয়ার আগে গণমাধ্যমের সাথে আলাপকালে ডানহাতি পেসার তাসকিন আহমেদ এই বছরের এশিয়া কাপে বাংলাদেশের জয়ের বিষয়ে তার বিশ্বাসের কথা জানিয়েছেন।

তাসকিন বলেন, ‘আমাদের প্রাথমিক লক্ষ্য এই বছরের এশিয়া কাপের ফাইনালে জায়গা নিশ্চিত করা।’

তিনি আরো বলেন, ‘ফাইনালে পৌঁছানোটা একটা গুরুত্বপূর্ণ অর্জন হবে।’

তাসকিন বলেছেন, ‘ভালো ক্রিকেট খেলে আমরা চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করতে পারি। মাঠে আমাদের সেরা পারফর্ম করাই সাফল্যের চাবিকাঠি।’

৩১ আগস্ট এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচ। এরপর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে টাইগাররা পাকিস্তানে যাবে। সেখানে তারা ৫০ ওভারের দুটি ম্যাচ খেলবে।

বাংলাদেশের হেডকোচ এই ভ্রমণের সময়সূচি নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন।

তামিম ইকবাল সম্প্রতি ফিটনেস অনিশ্চয়তার কারণে পদত্যাগ করার পর অধিনায়ক নির্ধারণ হওয়ায় এশিয়া কাপের এই সংস্করণে দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান।

সাকিব ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে উভয়েই এশিয়া কাপে ইতিবাচক ফলাফল অর্জনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

এশিয়া কাপের জন্য বাংলাদেশের স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শাকিব আহমেদ, মাহেদী হাসান, নাইম শেখ, শামীম হোসেন, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877