বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বরিশালে সেপটিক ট্যাংকে পড়ে যেভাবে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

বরিশালে সেপটিক ট্যাংকে পড়ে যেভাবে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

স্বদেশ ডেস্ক:

বরিশালের বানারীপাড়ায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে অসাবধানতায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে উপজেলার উদয়কাঠী ইউনিয়নের ১নং ওয়ার্ডের উদয়কাঠি ইউনিয়ন প্রগতি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত বাবা আবুল কালাম হাওলাদার (৭০) ও তার ছেলে কামরুল ইসলাম হায়দার।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছেলে কামরুল ইসলাম হায়দার নিজেদের সেপটিক ট্যাংক পরিষ্কার করছিলেন। এ সময় তার হাতে থাকা বালতি ট্যাংকের ভেতরে পড়ে যায়। একপর্যায়ে ট্যাংক থেকে বালতি তুলতে নেমে তিনি সেখানেই অজ্ঞান হয়ে পড়েন। এ সময় ছেলেকে উদ্ধারের জন্য বাবা আবুল কালাম হাওলাদারও সেপটিক ট্যাংকে নামেন। তিনিও একইভাবে অজ্ঞান হয়ে পড়েন সেখানে। এ সময় স্বজন ও স্থানীয়রা তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত পার্শবর্তী স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় বাবা-ছেলের মর্মান্তিক এ মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের মাতম বইছে।

এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, অসাবধানতাবশত এমন দুর্ঘটনা ঘটেছে। সরজমিনে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করতে চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877