সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন

রোমানিয়ায় জোড়া বিস্ফোরণ, বহু হতাহত

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

স্বদেশ ডেস্ক:

রোমানিয়ায় এক এলপিজি বা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস পাম্পে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৪৬ জন। আজ রোববার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানী বুখারেস্টে এ ঘটনা ঘটলে দমকলকর্মী দ্রুত ঘটনাস্থলে যায়। আহতদের মধ্যে ২৬ জন দমকলকর্মী আছেন। প্রথম বিস্ফোরণের কিছুক্ষণ পরেই দ্বিতীয় বিস্ফোরণ ঘটে।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, আহত অন্তত আটজন ব্যাপকভাবে দগ্ধ হয়েছে। তাদের মধ্যে চারজনকে বিদেশের হাসপাতালে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে ৭০০ মিটার ব্যাসার্ধের মধ্যে থাকা লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

রোমানিয়ার জরুরি বিভাগের প্রধান রায়েদ আরাফাত বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ওই এলাকা এখনও ঝুঁকিপূর্ণ। আরও একটি ট্যাংকারে বিস্ফোরণ হওয়ার ঝুঁকি আছে।

দেশটির প্রেসিডেন্ট ক্লাউস এই বিস্ফোরণকে ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করে জানান, তিনি এতে গভীরভাবে ব্যথিত। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, নিয়ম ভঙ্গ করা হয়েছে কিনা তা নিয়ে শিগগিরই তদন্ত শুরু হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ