মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন

মাদাগাস্কারে স্টেডিয়ামের প্রবেশপথে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

মাদাগাস্কারে স্টেডিয়ামের প্রবেশপথে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

স্বদেশ ডেস্ক:

মাদাগাস্কারের একটি স্টেডিয়ামের প্রবেশপথে পদদলিত হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮০ জন। আল জাজিরা, রয়টার্সসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার দেশটির রাজধানীর বারেয়া স্টেডিয়ামের প্রবেশপথে এই পদদলনের ঘটনা ঘটে। ঘটনার দিনে স্টেডিয়ামটিতে ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের উদ্বোধনী ছিল। সেখানে প্রায় ৫০ হাজার দর্শক উপস্থিত ছিল, যা ধারণক্ষমতার বাইরে।

রেডক্রস কর্মকর্তা জানান, স্টেডিয়ামের প্রবেশপথে ছিল মাত্রাতিরিক্ত ভিড়। তৈরি হয় চরম বিশৃঙ্খলা-অরাজকতা। এতে হুড়োহুড়িতে পায়ের নিচে চাপা পড়েন অনেকে।

ঘটনার পরপরই পদদলনের শিকার হওয়াদের উদ্ধার করে নেওয়া হয় রাজধানীর একটি হাসপাতালে। সেখানেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিহতের সংখ্যা নিশ্চিত করেন প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এন্টসে। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি এই ঘটনায় ১২ জন নিহত এবং প্রায় ৮০ জন আহত হয়েছেন।’

মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোলিনা ঘটনার সময় উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন। পরে তিনি নিহতের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালনের নির্দেশ দেন।

পাশাপাশি ঘটনায় শোক প্রকাশ করে মাদাগাস্কারের প্রেসিডেন্ট বলেন, ‘সেখানে ব্যাপক ধাক্কাধাক্কির কারণে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ফলে প্রবেশপথে মানুষ মারা গেছেন এবং আহত হয়েছেন।’

ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমস মাদাগাস্কারের অন্যতম জনপ্রিয় একটি ক্রীড়া প্রতিযোগিতা। যা চলবে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত। বিগত প্রায় ৪০ বছর ধরে টানা এই ক্রীড়া প্রতিযোগিতাটির আয়োজন করে আসছে মাদাগাস্কার।

এর আগে ২০১৯ সালে দেশটির মহামাসিনা স্টেডিয়ামে একই ধরনের ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877