স্বদেশ ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, প্রতিথযশা সাংবাদিক শফিক রেহমান ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দেয়া রায়ের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে। বাংলাদেশে রায় ঘোষণার পরপরই গত রোববার বাদ মাগরিব জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম সিনিয়র নেতা, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের যুগ্ম আহবায়ক আবদুস সবুরের সভাপতিত্বে এবং সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ সোলাইমান ভূঁইয়া, সাবেক যুগ্ম সম্পাদক হেলাল উদ্দীন, সাবেক যুগ্ম সম্পাদক মো. শাহ আলম, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সবুজ, নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক মওলানা অলি উল্ল¬াহ, আতিকুর রহমান, নিউইয়র্ক স্টেট বিএনপির সদস্য সচিব সাঈদুর রহমান সাঈদ, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক এমলাক হোসেন ফয়সল, হালিশহর বিএনপির সহ সভাপতি মাঈনউদ্দিন মেহেদী, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সহ সভাপতি আতিকুল হক আহাদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য নুর আলম, নিউইয়র্ক মহানগর বিএনপি উত্তরের যুগ্ম আহবায়ক এ আর মাহবুবুল হক, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ কাশেম, যুবদল নেতা আল মামুন সবুজ, নিউইয়র্ক স্টেট বিএনপির যুগ্ম আহবায়ক দেওয়ান কাউসার, মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন রাজু, যুগ্ম আহবায়ক রিপন মিয়া, সাবেক ছাত্রনেতা মাজহারুল ইসলাম মিরন, সাবেক ছাত্রনেতা মঞ্জুর মোর্শেদ, নিউইয়র্ক মহানগর বিএনপি দক্ষিণের সদস্য আবদুল মন্নান হোসেন, সাবেক ছাত্রনেতা ফারদিন রনি, যুবনেতা মীর মিজান, যুবনেতা আশরাফুজ্জামান আশরাফ, ব্রুকলিন যুবদলের সাধারন সম্পাদক পাশা মাওলা, সন্দ্বীপ পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্ল¬াহ সুমন, সাবেক ছাত্র নেতা হুমায়ুন কবির, সাবেক ছাত্রনেতা মনির হোসেন, মহিলা নেত্রী মনি আক্তার, রুবি চৌধুরী, আইরিন পারভীন ও জাফরিন পারভীন প্রমুখ।
বিক্ষোভ সভায় বক্তারা বাংলাদেশের আদালত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, খ্যাতিমান সাংবাদিক শফিক রেহমান ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দেয়া রায়কে ফরমায়েসী হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়ের দুর্নীতি এবং টাকা পাচারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এফবিআই তদন্ত করতে গিয়ে যখন থলের বিড়াল বের হয়ে আসছে তখন ওই তদন্তের ঘটনাকে ভিন্নখাতে ঘুরিয়ে দিতে এমন ন্যাক্কারজনক রায় দেয়া হয়েছে। যা প্রতিহিংসামূলক, মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক।
বক্তারা আরো বলেন, মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে, ফরমায়েশী রায় দিয়ে সরকার পতন আন্দোলন দমানো যাবে না। অচিরেই স্বৈরচারের পতনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতষ্ঠা হবে বলে বিক্ষোভ সমাবেশে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
মহানগর বিএনপির প্রতিবাদ: মিথ্যা ও বানোয়াট মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুইয়া মিল্টন, বর্ষিয়ান সাংবাদিক শফিক রেহমান ও আমার দেশ সম্পদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা করেছে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি। সোমবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান সেলিম রেজা।
সদস্য সচিব মো. বদিউল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট বিএনপি সদস্য সচিব সাইদুর রহমান সাঈদ, নিউইয়র্ক উত্তরের সদস্য সচিব ফয়েজ চৌধুরী, যুগ্ম আহবায়ক এমলাক হোসেন ফয়সাল, খলকুর রহমান নাসিরুদ্দিন, জোহরা বেগম, ইয়ার মাহবুবুল হক আনোয়ার জাহিদ, লিয়াকত আলী হুমায়ুন কবির এবং স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, যুগ্ম সদস্য সচিব সাইদুল খান ডিউক, কামরুল হাসান, সদস্য জামালুর রহমান চৌধুরী, সুমন সরদার, জামাল হোসেন, মিজানুর রহমান মিজান, মীর মীজান, মো. হাসান, নুরুল আলম, যুবদল নেতা মনিরুল ইসলাম, আল মামুন সবুজ প্রমূখ।