বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২:৫৭ অপরাহ্ন

চাঁদে ভারতের সফল অবতরণ, অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

চাঁদে ভারতের সফল অবতরণ, অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

স্বদেশ ডেস্ক:

ভারতের চন্দ্রযান-৩ চাঁদে সফলভাবে অবতরণ করায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দেশটির জনগণকে শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠান তিনি। এছাড়া চাঁদে সফলভাবে অবতরণ করায় ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (ইসরো) বিজ্ঞানীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

শেখ হাসিনা তার বার্তায় আরও জানান, এই গুরুত্বপূর্ণ উপলক্ষে ও এই ঐতিহাসিক অর্জনে বাংলাদেশ ভারতের সঙ্গে আনন্দ করছে, যা বিজ্ঞান ও মহাকাশ প্রযুক্তি খাতে অগ্রসর হওয়ার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সব দেশের জন্য অত্যন্ত গর্বের এবং অনুপ্রেরণার বিষয়।

উল্লেখ্য, গতকাল বুধবার ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এটি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে চন্দ্রযান-৩। এর ফলে ইতিহাস গড়ল ভারত, কেননা এর আগে কোনো দেশের চন্দ্রযান চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেনি।

চাঁদে চূড়ান্ত পর্যায়ের এই অবতরণ প্রক্রিয়ায় ১৯ মিনিট সময় লেগেছে চন্দ্রযান-৩-এর। চাঁদে সফলভাবে মহাকাশযান অবতরণ করা দেশের মধ্যে চতুর্থ নামটি লেখাল ভারত। এর আগে যুক্তরাষ্ট্র, রাশিয়া (সাবেক সোভিয়েত ইউনিয়ন) ও চীনের চন্দ্রযান চাঁদে সফলভাবে অবতরণ করেছে।

এর আগে গত ১৪ জুলাই চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এরপর গত ৫ আগস্ট এটি চাঁদের কক্ষপথে প্রবেশ করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877