মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন

মার্কিন রণতরীর ওপর নজরদারি চালাতে সুপারসনিক ড্রোন বানাচ্ছে চীন

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯

স্বদেশ ডেস্ক

আগামী ১ অক্টোবর গণচীনের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে দেশটি ডিআর-৮ নামে নতুন সুপারসনিক ড্রেন প্রদর্শন করতে যাচ্ছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উচ্চাভিলাষী সামরিক আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে সামরিক খাতে বেইজিংয়ের ক্রমবর্ধমান বিনিয়োগ এবং চীন সাগরে নানামুখী তৎপরতা লক্ষ্য করা গেছে। ১ অক্টোবর নতুন এক অস্ত্রের প্রদর্শনীর ঘোষণা এ কর্মসূচিরই একটি অংশ।

কমিউনিস্ট চীনের সাত দশক পূর্তিতে অক্টোবরের প্যারেডে চীনের উন্নত ক্ষেপণাস্ত্রগুলোই হবে প্রধান আকর্ষণের বিষয়। এসব অস্ত্রের মধ্যে বেশির ভাগই বিমানবাহী রণতরী এবং সামরিক ঘাঁটিগুলোতে আক্রমণ করার জন্য নকশা করা হয়েছে, যে শক্তি বলে এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বজায় রয়েছে।

গত ২১ সেপ্টেম্বর জাতীয় দিবসকে সামনে রেখে ইতোমধ্যেই একটি নতুন সর্বোচ্চ গতিসম্পন্ন ড্রোনের মহড়া চালিয়েছে চীন। ডিআর-৮ মডেলের লম্বা ও সরু আকৃতির মানবহীন এ ড্রোন সুপারসনিক বিমানের মতো সজ্জিত করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ