স্বদেশ ডেস্ক:
কঙ্গনা রানাওয়াত আর করণ জোহরের সম্পর্ক যে মোটেই ভালো নয়, এ কথা অনেকেই জানেন। আর সুযোগ পেলেই পরস্পরকে কথা শোনানোর সুযোগও ছাড়েন না এই দুই তারক।
সম্প্রতি এক সংবাদমাধ্যম আয়োজিত আড্ডাচক্রে করণ জোহরকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কি কোনো রাজনৈতিক বিষয় নিয়ে সিনেমা করতে চান? উত্তরে করণ বলেছিলেন, ‘এই তো ‘ইমারজেন্সি’ আসছে। আমি দেখার জন্য মুখিয়ে আছি।’
তার এই মন্তব্যকে ভালোভাবে নেননি কঙ্গনা রানাওয়াত। তিনি লেখেন, ‘শেষ বার উনি ‘মণিকর্ণিকা’র সময়ে বলেছিলেন, তিনি দেখার জন্য মুখিয়ে আছেন। তার পরেই আমার জীবনের সবচেয়ে খারাপ প্রচারটার শুরু হয়। ঠিক সেই সপ্তাহেই সিনেমাটা মুক্তির কথা ছিল। প্রায় সব প্রধান অভিনেতা-অভিনেত্রীদের পয়সা দেওয়া হয়েছিল আমার বিরুদ্ধে কাদা ছোঁড়ার জন্য। ছবিটা যাতে পণ্ড হয়, তার চেষ্টাও হয়েছিল। আর তার পরেই আমার জীবনের সবচেয়ে সফল উইকেন্ডটা একটা দুঃস্বপ্নে পরিণত হয়।’
এখানেই থামেননি কঙ্গনা। এর পরে লিখেছেন, ‘আমি এবার সত্যি ভয় পাচ্ছি, খুব ভয় পাচ্ছি। কারণ উনি (করণ) আমার ছবি দেখার জন্য আবার মুখিয়ে আছেন।’
এই মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখেছেন, তাহলে পরিস্থিতি এখনো ঠাণ্ডা হয়নি। দুজনের মধ্যে তিক্ততা বিন্দুমাত্র কমেনি। লড়াই এখনো চলছে।