স্বদেশ ডেস্ক:
ভারতে আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন ওয়ানডে বিশ্বকাপ। টুর্নামেন্টের আগের সপ্তাহে দুইটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে দলগুলো। আজ বুধবার সেই প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি।
১০ দলের অংশগ্রহণে হতে যাওয়া এই টুর্নামেন্টের প্রস্তুতি ম্যাচ খেলা হবে ভারতের তিনটি জায়গায়। ম্যাচগুলো হবে আসামের গুয়াহাটি, হায়দ্রাবাদ ও তিরুবনন্তপুরমে। সেপ্টেম্বরের ২৯ তারিখ শুক্রবার শুরু হয়ে ম্যাচগুলো চলবে ৩ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় আড়াইটায়। মাঠে নামার সুযোগ পাবে স্কোয়াডে থাকা পনের জনই।
তার পরদিন মাঠে নামবে আয়োজক দেশ ভারত। গুয়াহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে রোহিত শর্মার দল। আর পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া তিরুবনন্তপুরমে খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে।
অক্টোবরের ২ তারিখ সোমবার বাংলাদেশে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। এদিন গুয়াহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা। একই দিন তিরুবনন্তপুরমে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন দক্ষিণ আফ্রিকা।
প্রস্তুতি ম্যাচের পূর্ণাঙ্গ সূচি
২৯ সেপ্টেম্বর শুক্রবার
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়াম, গুয়াহাটি
দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান, গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়াম, তিরুবনন্তপুরম
নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, হায়দ্রাবাদ
৩০ সেপ্টেম্বর শনিবার
ভারত বনাম ইংল্যান্ড, বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়াম, গুয়াহাটি
অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস, গ্রীনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, তিরুবনন্তপুরম
২ অক্টোবর সোমবার
ইংল্যান্ড বনাম বাংলাদেশ, বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়াম, গুয়াহাটি
নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, তিরুবনন্তপুরম
৩ অক্টোবর মঙ্গলবার
আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা, বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়াম, গুয়াহাটি
ভারত বনাম নেদারল্যান্ডস, গ্রীনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, তিরুবনন্তপুরম
পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া, রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, হায়দ্রাবাদ