শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গভীর রাতে জানা গেল, হোস্টেল থেকে ৮৯ ছাত্রী উধাও

গভীর রাতে জানা গেল, হোস্টেল থেকে ৮৯ ছাত্রী উধাও

স্বদেশ ডেস্ক:

উত্তর প্রদেশে এক ছাত্রী হোস্টেলে আচমকা সফরে গিয়ে অবাক হয়ে গেল কর্তৃপক্ষ। রাতের বেলা হোস্টেলে খোঁজ নিতে গিয়ে তারা দেখেন ১০০ জনের মধ্যে নেই ৮৯ জন ছাত্রী। উপস্থিত শুধুমাত্র ১১। ভারতের উত্তর প্রদেশে ঘটেছে এই ঘটনা। এই ঘটনায় চারজনের বিরুদ্ধে পুলিশি অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে কাসতুরবা গান্ধী রেসিডেনশিয়াল গার্লস স্কুলে অভিযান চালান জেলা ম্যাজিস্ট্রেট নেহা শর্মা। তিনি বলেন, ‘এখানে নিবন্ধিত ছাত্রীর সংখ্যা ১০০। কিন্তু আমি মাত্র ১১ জনকে পেলাম। দায়িত্বে থাকা শরিতা সিং কোনো সন্তোষজনক জবাব দিতে পারলেন না যে, বাকি ৮৯ ছাত্রী কোথায়।’

ম্যাজিস্ট্রেট বলেন, ‘এটা দায়িত্বে চরম অবহেলা। মেয়েদের আবাসিক স্কুল এভাবে চলতে পারে না।’

জেলার শিক্ষা কর্মকর্তা প্রেম চাদ যাদব বলেন, হোস্টেল ওয়ারডেন, একজন শিক্ষক, নিরাপত্তা রক্ষী ও নৈশপ্রহরে থাকা একজন প্রান্তীয় রক্ষাদলের সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এছাড়া কর্মীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877