মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৯:৫২ পূর্বাহ্ন

ইউক্রেন যুদ্ধের তীব্রতা বাড়াবে এফ-১৬

ইউক্রেন যুদ্ধের তীব্রতা বাড়াবে এফ-১৬

স্বদেশ ডেস্ক:

নেদারল্যান্ডস ও ডেনমার্কের পক্ষ থেকে ইউক্রেনকে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহের ঘোষণার নিন্দা জানিয়েছে রাশিয়া। সোমবার মস্কো হুঁশিয়ারি জানিয়ে বলেছে, এই সিদ্ধান্ত ইউক্রেনের চলমান যুদ্ধের তীব্রতা বাড়াবে। গার্ডিয়ান।

রোববার ডেনমার্ক ও নেদারল্যান্ডস ঘোষণা দিয়েছে তারা ইউক্রেনকে এই যুদ্ধবিমান সরবরাহ করবে। আগামী বছরের শুরুতে প্রথম ধাপে ছয়টি যুদ্ধবিমান দেওয়া হবে।

এই ঘোষণার নিন্দা জানিয়ে ডেনমার্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্লাদিমির বারবিন বলেছেন, ডেনমার্ক এখন ইউক্রেনকে ১৯টি এফ-১৬ বিমান দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা সংঘাত বৃদ্ধি করবে।

তিনি আরও বলেছেন, ইউক্রেনকেই শান্তির জন্য শর্তগুলো নির্ধারণ করতে হবে, এমন একটি ভিত্তির আড়ালে লুকিয়ে ডেনমার্ক রাশিয়ার সঙ্গে সামরিক সংঘর্ষ চালিয়ে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় রাখেনি।

ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রী জ্যাকব এলেম্যান-জেনসেন দাবি করেছেন, এফ-১৬ ইউক্রেন শুধু নিজের ভূখণ্ডে ব্যবহার করবে।

তিনি বলেন, আমরা যে শর্তে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করছি তা হলো এগুলো শুধু তাদের ভূখণ্ড থেকে শত্রুদের বিতাড়িত করতে ব্যবহৃত হবে। এর চেয়ে বেশি কিছু নয়। এগুলোই হলো শর্ত। যুদ্ধবিমানের ক্ষেত্রেও এই শর্ত প্রযোজ্য। ডেনমার্ক মোট ১৯টি যুদ্ধবিমান সরবরাহ করবে। নেদারল্যান্ডসের কাছে সব মিলিয়ে ৪২টি এফ-১৬ রয়েছে। সবগুলো ইউক্রেনকে দেওয়া হবে কিনা তা এখনো সিদ্ধান্ত হয়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিত্র দেশগুলোর কাছে অনেক দিন ধরে আধুনিক এফ-১৬ যুদ্ধবিমান চেয়ে আসছিলেন। কিন্তু নানা দিক বিবেচনায় বিষয়টি এড়িয়ে আসছিল মিত্ররা। ইউক্রেনে মস্কোর বাহিনীর বিরুদ্ধে প্রতীক্ষিত পালটা আক্রমণ শুরু হলে বিষয়টি আরও জোরালো হয়।

রোববার নেদারল্যান্ডসের আইন্দহোভেন বিমানঘাঁটি সফরে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে সাক্ষাৎ করেছেন জেলেনস্কি। সেখানে তিনি বলেছেন, এফ-১৬ সরবরাহ আমাদের জন্য ঐতিহাসিক, শক্তিশালী অনুপ্রেরণামূলক সিদ্ধান্ত।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877