বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৯:০২ অপরাহ্ন

আল্লামা সাঈদীর মৃত্যুর পর তাকে নিয়ে যা বললেন ডা: জাকির নায়েক

আল্লামা সাঈদীর মৃত্যুর পর তাকে নিয়ে যা বললেন ডা: জাকির নায়েক

স্বদেশ ডেস্ক:

দীর্ঘ ১৩ বছর কারাবন্দী থাকার পর গত সপ্তাহের সোমবার রাত ৮টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই নেতা ও সাবেক সংসদ সদস্যের এমন মৃত্যুতে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বর্তমান বিশ্বের অন্যতম গবেষক ইসলামিক স্কলার ডা: জাকির নায়েক।

শনিবার (১৯ আগস্ট) রাতে ডা: জাকির নায়েক তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে আসেন। সেখানে একজনের প্রশ্নের জবাবে আল্লামা সাঈদীকে নিয়ে কথা বলেন তিনি। ইতোমধ্যে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে ডা. জাকির নায়েকের এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ওই বক্তব্যে জাকির নায়েক বলেন, ‌‘আমি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সম্পর্কে অবগত আছি। তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দাঈদের একজন ছিলেন। দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রতি আমার দোয়া। তার মৃত্যুতে মুসলিম উম্মাহ এক সম্পদ হারাল।’

দুই ঘণ্টা ১৬ মিনিটের ওই লাইভ অনুষ্ঠানটির একপর্যায়ে জাকির নায়েক সাঈদী সম্পর্কে বলেন, ‌‘আমি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সম্পর্কে অবগত আছি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি মৃত্যুর খবরটি পেয়েছি যে, তিনি মারা গেছেন। আল্লাহ সুবাহানাতায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আল্লাহ সুবাহানাতায়ালা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।’

তিনি বলেন, ‘আমি জানি যে তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দাঈদের একজন ছিলেন। আমরা জানি, কয়েক বছর আগে তিনি গ্রেফতার হয়েছিলেন। প্রথমে আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। পরবর্তীকালে দেশব্যাপী প্রতিবাদে অনেক লোক মারা গেলে মৃত্যুদণ্ড থেকে রায় পরিবর্তন করে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। পৃথিবীতে এমন অনেক লোক আছেন—দুর্ভাগ্যজনকভাবে এমন অনেক মুসলিম দেশ আছে, যেখানে লোকজনকে শুধু রাজনৈতিক কারণে গ্রেফতার করা হয়, তাদেরই একজন ছিলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী।’

জাকির নায়েক বলেন, ‘সপ্তাহ দুয়েক আগে তার ছেলে আমার সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন। তিনি আগেও মালয়েশিয়াতে এসেছিলেন। কিন্তু সপ্তাহখানেক আগে তিনি আমার সাথে সাক্ষাৎ করতে আসেন। তিনি তার বাবার একটি বই অনুবাদ করেছেন। আমি তাকে সালাম জানিয়েছিলাম। দুর্ভাগ্যজনকভাবে এটি আল্লামা সাঈদীর মৃত্যুর কয়েকদিন আগে ঘটেছিল। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রতি আমার দোয়া। তার মৃত্যুতে মুসলিম উম্মাহ এক সম্পদ হারাল। আমরা জানি যে, আল্লাহর বাণী প্রচারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মহান আল্লাহর দরবারে উনার জন্য দোয়া করি- যাতে আল্লাহ উনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আম্বিয়ায়ে কেরাম এবং খোলাফায়ে রাশেদিনের সাথে তাকে জান্নাত দান করেন। আমিন।’

ডা: জাকির নায়েক ছাড়াও আল্লামা সাঈদীর ইন্তেকালে আরো যেসব আলেম প্রতিক্রিয়া জানিয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- শায়খ ড. আলি আস-সাল্লাবি, ভারতীয় বিশিষ্ট আলেম মাওলানা সালমান নদভী, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের সেক্রেটারি জেনারেল শায়খ আলি মুহিউদ্দিন কারা দাগি, বাংলাদেশের বর্ষীয়ান আলেম আল্লামা সুলতান জওক নদভী, শায়খ আহমাদুল্লাহ, মুফতি মিজানুর রহমান সাঈদ ও মাওলানা মিজানুর রহমান আজহারী প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877