স্বদেশ ডেস্ক:
ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহরে ক্ষপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে ছয় বছরের এক শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছে। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ শনিবার এ তথ্য জানিয়েছে বিবিসি।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এতে আহত হয়েছে আরও ৯০ জন। এদের মধ্যে ১২ জন শিশু রয়েছে। হতাহতরা ধর্মীয় ছুটি উদযাপন করার জন্য চার্চে যাচ্ছিল। এ সময় ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
বিশ্ববিদ্যালয়ের ভবন ও একটি থিয়েটারও হামলার শিকার হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পোস্ট করা ভিডিওতে ক্ষতিগ্রস্ত গাড়ি ও একজনের লাশ দেখা গেছে।
বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে জেলেনস্কি বলেছেন, চেরনিহিভ শহরের কেন্দ্রস্থলে রাশিয়ান ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। একটি স্বাভাবিক শনিবারকে যন্ত্রণাদায়ক দিনে পরিণত করেছে রাশিয়া।
বেলারুশ সীমান্তের কাছে চেরনিহিভ শহরের অবস্থান বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।