স্বদেশ ডেস্ক:
রাজধানীর হাতিরঝিলের ওপর দিয়ে যাওয়া এক লাখ ৩৩ হাজার ভোল্টেজের একটি বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়েছিলেন এক নারী। ‘কথা বলে বলে’ বুঝিয়ে শুনিয়ে ঘণ্টাখানেক চেষ্টার পর তাকে নামিয়ে আনার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (১৮ আগস্ট) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। আশপাশের লোকজন ওই নারীকে টাওয়ারে উঠতে দেখে ফায়ার সার্ভিসে ফোন দেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম বলেন, ‘কথা বলে বলে’ ৬টা ৫ মিনিটের দিকে ওই নারীকে নামিয়ে আনা সম্ভব হয়।
জানা যায়, ওই নারীর নাম খুকুমণি। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ।
টাওয়ার থেকে নেমে খুকুমণি জানান, মনের ক্ষোভ ও দুঃখ থেকে টাওয়ারে উঠে বসে ছিলেন তিনি।
তিনি অভিযোগ করে বলেন, হাতিরঝিলের নিরাপত্তাকর্মীরা প্রায়ই তাকে হেনস্তা এবং মারধর করেন। সেই দুঃখে তিনি টাওয়ারে উঠে বসে ছিলেন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আওলাদ হোসেন বলেন, ওই নারীকে উদ্ধারের পর ফায়ার সার্ভিস থানায় হস্তান্তর করেছে। তিনি বলেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন। আমরা তাকে সাপোর্ট সেন্টারে পাঠানোর ব্যবস্থা করব। মধ্যবয়সী ওই নারী এলাকায় ঘোরাফেরা করতেন বলে জানান ওসি।