বুধবার, ১৫ মে ২০২৪, ১২:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাঈদীর মৃত্যুতে ছাত্রলীগ নেতাকর্মীদের শোক জানানোর বিষয়ে যা বললেন সভাপতি

সাঈদীর মৃত্যুতে ছাত্রলীগ নেতাকর্মীদের শোক জানানোর বিষয়ে যা বললেন সভাপতি

স্বদেশ ডেস্ক:

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ছাত্রলীগের অনেক নেতাকর্মীকে শোক জানাতে দেখা গেছে। এ জন্য ছাত্রলীগের বিভিন্ন সাংগঠনিক ইউনিট ওই নেতাকর্মীদের অনেককেই বহিষ্কার করেছে। এবার এ নিয়ে মুখ খুললেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।

১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বিক্ষোভ করে ছাত্রলীগ। কর্মসূচি শেষে ঢাবির মধুর ক্যান্টিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাদ্দাম হোসেন।

দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পরে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শোক জানিয়েছেন। তার মানে কি ছাত্রলীগে এখনো বিএনপি-জামায়াতের আদর্শের লোকজন আছে কি না? এমন প্রশ্নের জবাবে ছাত্রলীগ সভাপতি বলেন, ‘দেখুন আমরা কিন্তু ইতোমধ্যেই… আমাদের সংশ্লিষ্ট ইউনিটগুলো পদক্ষেপ গ্রহণ করেছে।’

ছাত্রলীগে অনুপ্রবেশের বিষয়ে সাদ্দাম হোসেন বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগে যদি অনুপ্রবেশের ঘটনা ঘটে থাকে, ইতোমধ্যেই আমাদের সংশ্লিষ্ট সাংগঠনিক ইউনিটগুলো ব্যবস্থা গ্রহণ করেছে এবং আমরা ছাত্রলীগ এ বিষয়ে অবশ্যই সতর্ক থাকব।’

এ পর্যন্ত কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এমন প্রশ্নের জবাবে ছাত্রলীগ সভাপতি বলেন, ‘এ নিয়ে আমাদের কাজ চলছে। আমরা স্বাভাবিকভাবেই যারা তথ্য প্রদান… আমাদের সংগঠনের যেহেতু একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। যখন আমরা কারও বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি, শৃঙ্খলাবিরোধী, সংগঠনবিরোধী, আদর্শবিরোধী কর্মকাণ্ড করে থাকলে ব্যবস্থা নিয়ে থাকি। সেটি যাচাই-বাছাই চলছে এবং আমাদের সংশ্লিষ্ট সাংগঠনিক ইউনিটগুলো কিন্তু প্রত্যেকটি ঘটনায় চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877