বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন

সুন্দরবনে বাঘের জন্য তৈরি হচ্ছে অত্যাধুনিক হাসপাতাল

সুন্দরবনে বাঘের জন্য তৈরি হচ্ছে অত্যাধুনিক হাসপাতাল

স্বদেশ ডেস্ক:

সুন্দরবনের বাঘ রয়েল বেঙ্গল টাইগারের জন্য তৈরি হলো অত্যাধুনিক হাসপাতাল। ভারতের পশ্চিমবঙ্গের ঝড়খালি বাঘ পুনর্বাসন কেন্দ্রে এই হাসপাতালটি তৈরি করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, ‘ওয়েস্ট বেঙ্গল জ়ু অথরিটি’র তত্ত্বাবধানে হাসপাতালটি তৈরি হচ্ছে বলে জানিয়েছে বন অধিদপ্তর। বাঘের পাশাপাশি অন্য পশু-পাখিরও এখানে চিকিৎসা দেওয়া হবে। ইতোমধ্যে হাসপাতালের মূল ভবন তৈরি হলেও আনুষঙ্গিক অনেক কাজ এখনো বাকি আছে।

হাসপাতালটিতে অত্যাধুনিক সব চিকিৎসা সরঞ্জাম রাখা হবে। পশুপাখিদের অস্ত্রোপচারের জন্য তৈরি হবে পৃথক অপারেশন থিয়েটার। অত্যাধুনিক এ হাসপাতালটির নাম দেওয়া হয়েছে ‘টাইগার রেফারেল সুপার স্পেশ্যালিটি হসপিটাল’।

পশ্চিমবঙ্গের বন অধিদপ্তর জানিয়েছে, হাসপাতাল চালু করার জন্য চিকিৎসার যে সব সরঞ্জাম প্রয়োজন হবে, তার তালিকা সরকারের কাছে আগেই পাঠানো হয়েছে। সেই তালিকায় রয়েছে এক্স রে, ইসিজি, ইউএসজির মেশিন, অপারেশন থিয়েটারের প্রয়োজনীয় যন্ত্রপাতি। ২০২৩ সালের শেষের দিকে এই হাসপাতালটি উদ্বোধন করার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে কর্তৃপক্ষ।

বর্তমানে সুন্দরবনের এই পুনর্বাসন কেন্দ্রে তিনটি বাঘ ও ১১টি কুমির রয়েছে। তাদের চিকিৎসার ব্যবস্থা এখানেই রয়েছে। অত্যাধুনিক চিকিৎসার জন্য এই হাসপাতালে একটি বিশেষ ধরনের ‘হাইড্রোলিক টেবিল’ আনার পরিকল্পনা রয়েছে। টেবিলটি সহজে ওঠানামা করবে। যাতে যে কোনো আয়তনের প্রাণীকে সেখানে শুইয়ে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া যায়।

এ ছাড়া বাইরে থেকে চিকিৎসার জন্য প্রাণীদের এই হাসপাতালে আনার জন্য একটি বিশেষ ধরনের অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হচ্ছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, এই হাসপাতালের জন্য পাঁচজন চিকিৎসক থাকবেন। প্যাথোলজিস্ট, ফার্মাসিস্টসহ অন্যান্য পদেও লোকবল নিয়োগ দেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877