শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন

পিটার হাসের সঙ্গে কাদেরের কী আলোচনা হলো

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

স্বদেশ ডেস্ক:

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের সঙ্গে ফের বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আজ সোমবার দুপুর ৩টার দিকে জাপা চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মাওলার গুলশানের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মাসরুর মাওলা জানিয়েছেন, জি এম কাদের ও পিটার হাসের মধ্যে ঘণ্টাব্যাপী বৈঠক হয়। বৈঠকে নির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।

জাপা চেয়ারম্যানের বিশেষ দূত বলেন, ‘জাতীয় নির্বাচন নিয়ে জাতীয় পার্টি কী ভাবছে রাষ্ট্রদূত (পিটার হাস) তা জানতে চেয়েছেন। আমরা বলেছি, নির্বাচন নিয়ে জাতীয় পার্টি চিন্তা ভাবনা করছে। এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আপাতত ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চিন্তা রয়েছে।’

নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূত কিছু জানিয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে তার দেশ কাজ করছে। সবাই যাতে ভোট দিতে পারে সেই পরিবেশে নির্বাচন হওয়া উচিত।

মাসরুর মাওলা বলেন, ‘জাতীয় পার্টি আলাপ-আলোচনা ও সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে। এ বিষয়টি আমরা রাষ্ট্রদূতকে বলেছি।’

এর আগে গতকাল রোববার বিকেলে গুলশানে অবস্থিত মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা অংশ নেন। এ ছাড়া চার দিনের জন্য ঢাকা সফরে আসা মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার কংগ্রেসম্যান (রিপাবলিকান) রিক ম্যাক্রোরমিক ও হাওয়াইয়ের কংগ্রেসম্যান (ডেমোক্র্যাট) এড কেইসও সেখানে উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টির পক্ষ থেকে ওই বৈঠকে দলীয় সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল ও জাপা চেয়ারম্যানের স্ত্রী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেরিফা কাদের অংশ নেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ