মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন

চীনে ভূমিধসে নিহত ২১

চীনে ভূমিধসে নিহত ২১

স্বদেশ ডেস্ক:

চীনের শানসি প্রদেশে ভূমিধসে অন্তত ২১ জনের প্রাণহানি হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে একটানা বৃষ্টি হচ্ছে দেশটির বিভিন্ন প্রদেশে। এরমধ্যে বেইজিংয়ে ইতিহাসের সবথেকে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে মারা গেছে কয়েক ডজন মানুষ। বেইজিং ছাড়াও শানসির মতো একাধিক প্রদেশে বন্যা ও ভূমিধসের মতো দুর্যোগ সৃষ্টি করেছে অতিবৃষ্টি। শানসির ভূমধসে এখনও ছয় জন নিখোঁজ রয়েছে।

চীনা ব্রডকাস্টার সিএনআর জানিয়েছে, উইজিপিং নামের এক গ্রামে শুক্রবার ওই ভূমিধস হয়। এতে দুটি বাড়ি, রাস্তা, একাধিক ব্রিজ, বিদ্যুতের লাইন এবং অন্যান্য অবকাঠামো ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে চীনা গণমাধ্যমে নিহতের সংখ্যা চার বলা হলেও পরে তা বাড়িয়ে ২১ করা হয়। সেখানে একশ সেনা এবং পাশাপাশি দমকল বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877