শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৪ অপরাহ্ন

আর বিয়ে করতে চান না শ্রাবন্তী

আর বিয়ে করতে চান না শ্রাবন্তী

স্বদেশ ডেস্ক:

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। প্রেম, বিয়ে আর বিচ্ছেদ এই তিন শব্দ তার ব্যক্তিগত জীবনে অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। এমনকি এ নিয়ে মামলাও চলছে। এবার তিনি কড়া সিদ্ধান্ত নিয়েছেন। অভিনেত্রী আর প্রেমে পড়তে বা বিয়ে করতে চান না। কাজই তার বর্তমান প্রেম।

আজ রোববার জন্মদিন উপলক্ষে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

বরাবরই কাজের চেয়ে শ্রাবন্তী বেশি আলোচনায় থেকেছেন ব্যক্তিগত জীবন নিয়ে। রূপালী পর্দায় প্রায় ২৫ বছর হয়ে গেছে তার। কিন্তু এখনও দমে যাননি। চুপচাপ নিজের কাজ করে যাচ্ছেন। যদিও কিছু আফসোস এখনও রয়ে গেছে।

এ নিয়ে অভিনেত্রী বলেন, ‘অভিনেত্রী হিসেবে আমার যাত্রাটা সহজ ছিল না। মা-বাবার অবদান রয়েছে। অনেক বয়স হওয়ার পরেও বাবা সঙ্গে যেতেন। ভূতের ভয় পেতাম। ওরা শিফটিং ডিউটি করতেন। দিদির আত্মত্যাগ রয়েছে। আর যার কথা না বললেই নয়, সে হলো আমার ছেলে। ছোট্ট বাচ্চাকে রেখে শুটিংয়ে যেতে হয়েছে।’

জন্মদিন নিয়ে শ্রাবন্তী বলেন, ‘বয়স নিয়ে আমার কোনও গোঁড়ামি নেই। এটা শুধুই একটা সংখ্যা। আমার বয়স সবাই জানে। আমি লুকিয়ে রাখায় বিশ্বাসী নই। আমি কবে মা হয়েছি, কবে কাজ শুরু করেছি সবকিছুই সবার চোখের সামনে। তবে আমি নিজেকে কত ভালো মানিয়ে নিতে পেরেছি, সেটাই গুরুত্বপূর্ণ।’

ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের বাড়তি কৌতূহল সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘আমি সবার চেয়ে আলাদা। আমার মধ্যে নিশ্চয়ই কিছু আছে, তাই আমাকে নিয়ে আলোচনা হয়। আমি যদি সাধারণ মেয়েদের মতো অফিস করতাম, সংসার করতাম, তা হলে আলোচনা হত না। যদিও আমি ফেসবুকে এসব দেখে হাসাহাসি করি।’

তবে শ্রাবন্তীর রূপ রহস্য নিয়ে ভক্তদের সব সময়ই কৌতুহল রয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শরীরের দিকে একটু বাড়তি নজর দিচ্ছি। আসলে আমি খেতে খুব ভালোবাসি। কিন্তু মাঝে লাগামছাড়া খাওয়াদাওয়া হচ্ছিল। তাই ভাবলাম, নাহ্‌; এ বার শরীরের যত্ন নিতে হবে। কারণ, সামনে বেশ কিছু কাজ রয়েছে। এ ছাড়াও ফিটনেসটা আমাদের পেশায় খুব দরকার। তবে জিরো ফিগারে বিশ্বাসী নই। আমার ধারণা, অতটা রোগা হলে আমাকে দেখতে খুব খারাপ লাগবে। আমার শুভাকাঙ্ক্ষীরা বা আমার অনুরাগীও আমাকে একটু গোলগাল দেখতেই ভালোবাসেন।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877