স্বদেশ ডেস্ক:
চীনের হুমকি উপেক্ষা করে যুক্তরাষ্ট্র সফরে গেছেন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই। এ নিয়ে বেজায় চটেছে চীন। ইতিমধ্যে আজ রোববার চীনের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। খবর আল জাজিরা ও সিএনবিসি নিউজের।
এদিকে তাইওয়ানের কর্মকর্তারা আশঙ্কা করছেন, লাইয়ের এ সফরের ফলে চীন দ্বীপটির চারপাশে সামরিক কার্যক্রম বৃদ্ধি করতে পারে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার প্যারাগুয়ের উদ্দেশে পাড়ি দেন লাই। কিন্তু যাওয়া আসার পথেই তিনি যুক্তরাষ্ট্রে থামবেন।
তবে লাইকে পছন্দ না বলে ইতিমধ্যে জানিয়েছে চীন। এ ছাড়া তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে চীন। এর আগে দেশটি অঙ্গীকার করেছে, তারা দরকার হলে শক্তি প্রয়োগ করে তাইওয়ানকে নিজেদের দখলে নেবে।