স্বদেশ ডেস্ক:
ডেনমার্কে ফের মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার কোপেনহেগেনে তুরস্কের দূতাবাসের সামনে দেশটির একটি উগ্র গোষ্ঠীর সদস্যরা কোরআনের একটি কপি পুড়িয়েছে। খবর আনাদোলু এজেন্সির।
প্রতিবেদনে বলা হয়েছে, ড্যানিশ প্যাট্রিয়টস নামের এই গোষ্ঠীর সদস্যরা এরপর ইরাকি দূতাবাসের সামনে আরেক কপি কোরআন পোড়ায়। সেই সময় তারা ইসলাম বিদ্বেষী স্লোগানও দিয়েছে।
এ ছাড়া কোরআন পোড়ানোর দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়েছে। পুরো ঘটনা পুলিশি নিরাপত্তায় করা হয়।
সাম্প্রতিক মাসগুলোতে উত্তর ইউরোপিয়ান এবং নর্ডিক দেশগুলোতে কোরআন পোড়ানোর ঘটনা বেশ বেড়েছে।